বাংলা নিউজ >
ক্রিকেট > WI vs SA: ব্যাট হাতে হাফসেঞ্চুরি, নিলেন ৩ উইকেটও, তবু হারল দল,রোস্টন চেজের মতো এমন যন্ত্রণার নজির T20 WC-এ দ্বিতীয়টি নেই
WI vs SA: ব্যাট হাতে হাফসেঞ্চুরি, নিলেন ৩ উইকেটও, তবু হারল দল,রোস্টন চেজের মতো এমন যন্ত্রণার নজির T20 WC-এ দ্বিতীয়টি নেই Updated: 24 Jun 2024, 02:15 PM IST Tania Roy West Indies vs South Africa: ব্যাটে, বলে একা লড়াই করলেন। দলকে জিতিয়ে সেমিফাইনালে তোলার চেষ্টা করলেন। কিন্তু রোস্টন চেজের লড়াই জলে গেল। দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে টি২০ বিশ্বকাপের সুপার আট পর্ব থেকেই ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। 1/5 ব্যাটে, বলে একা লড়াই করলেন। দলকে জিতিয়ে সেমিফাইনালে তোলার চেষ্টা করলেন। কিন্তু রোস্টন চেজের লড়াই জলে গেল। দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে টি২০ বিশ্বকাপের সুপার আট পর্ব থেকেই ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি 2/5 ভারতীয় সময়ে সোমবার সকালে প্রথমে ব্যাট করে বিশ্বকাপের আয়োজকেরা করে ৮ উইকেটে ১৩৫ রান। বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১২৩। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেন এডেন মার্করামেরা। আর সেই সঙ্গে রোস্টন চেজ গড়লেন যন্ত্রণার নজির। ছবি: এপি 3/5 এদিন উইন্ডিজের হয়ে একমাত্র রোস্টন চেজই ব্যাট হাতে যেটুকু লড়াই করেছেন। তাঁর ৪২ বলে ৫২ রানের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজ তাও ১৩৫ রানে পৌঁছয়। তা না হলে আরও খারাপ হাল হত তাদের। চেজ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ কাইল মায়ের্স ৩৫ রান করেন। এর বাইরে ১৫ রানের বেশি কেউ করতে পারেননি। ছবি: এপি 4/5 এখানেই শেষ নয়, ১৩৫ রান ডিফেন্ড করতে নেমে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার চেজই। ৩ উইকেট নিলেন ১২ রান দিয়ে। তবু জেতা হল না ক্যারিবিয়ান ব্রিগেডের। রোস্টন চেজই টি২০ বিশ্বকাপের প্রথম প্লেয়ার, যিনি ৫০+ রান করেছেন এবং ৩ উইকেট তুলে নেওয়ার পরেও, তাঁর দল হেরে গিয়েছে। এর আগে কোনও হেরো দলের প্লেয়ার টি২০ বিশ্বকাপের ম্যাচে বল এবং ব্যাট হাতে এমন পরিসংখ্যানে এত ভালো পারফরম্যান্স করেননি। তাও কিনা এরকম গুরুত্বপূর্ণ ভার্চুয়াল নকআউট ম্যাচে। ছবি: এপি 5/5 ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দু'দলের জন্যই মরণ-বাঁচন ছিল। তবে উইন্ডিজের জেতা ছাড়া কোনও গতি ছিল না। দক্ষিণ আফ্রিকার অবশ্য আগে থেকেই চার পয়েন্ট ছিল। তবে তাদের রানরেটের কথা মাথায় রাখতে হত। বৃষ্টিতে পুরো ম্যাচ ভেস্তে গেলে প্রোটিয়ারাই চলে যেত সেমিতে। ছিটকে যেত উইন্ডিজ। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৩ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে সরাসরি গেল সেফাইনালে। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ডও পৌঁছে গিয়েছে শেষ চারে। ছবি: এপি