বাংলা নিউজ > ক্রিকেট > বিরাট কোহলির মত কি এবার অধিনায়কত্ব ছেড়ে দেবেন বাবর আজম? ইউনিস খানের বক্তব্যের পরেই উঠছে প্রশ্ন

বিরাট কোহলির মত কি এবার অধিনায়কত্ব ছেড়ে দেবেন বাবর আজম? ইউনিস খানের বক্তব্যের পরেই উঠছে প্রশ্ন

ইউনিস খানের বক্তব্যের পরেই বাবর আজমকে নিয়ে উঠছে প্রশ্ন (ছবি-AP)

ইউনিস খান বলেন, ‘বাবরকে আমার একটাই পরামর্শ হল, তাঁর ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। তিনি অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছেন, তবে তাঁকে জানতে হবে সে পরবর্তীতে কী করতে চায়। বিরাট কোহলির দিকে তাকান। তিনি নিজের শর্তে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এখন বিশ্বজুড়ে রেকর্ড ভাঙছেন।’

বাবর আজমের খারাপ ফর্ম নিয়ে বড় মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইউনিস খান। বর্তমানে নিজের ফর্ম নিয়ে লড়াই করছেন বাবর আজম। এই সময়ে বাবর আজমকে বিরাট কোহলির কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন ইউনিস খান।। ইউনিসের মতে, বাবর আজমকে ২০১৯ সালে দলের অধিনায়ক করা হয়েছিল, কারণ তিনি তখন দলের সেরা ব্যাটসম্যান ছিলেন। প্রাক্তন এই ক্রিকেটার বলেছেন যে তাঁকে আবার তার খেলায় মনোযোগ দিতে হবে। বাবর আজম বেশ কিছুদিন ধরেই বাজে ফর্মের সঙ্গে লড়াই করছেন এবং তার ওপর ক্রমাগত চাপ রয়েছে। সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপে দারুণ এক ইনিংস খেলেছেন।

আরও পড়ুন… দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- বড় দাবি করলেন আকাশ চোপড়া

বাবর আজম ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এবং তার নেতৃত্বে পাকিস্তান দল লিগ পর্ব থেকেই বাদ পড়ে যায়। তার নেতৃত্বে দলটি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বেরিয়ে আসে এবং আমেরিকার মতো একটি ছোট দলের কাছে পরাজিত হয়। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ব্যাট থেকে রান পাননি বাবর আজম। চার ইনিংসে তিনি করেন ৬৪ রান।

আরও পড়ুন… ধারাভাষ্য করে বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট Commentator-দের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া

পাকিস্তানে এক অনুষ্ঠানে ইউনিস খান বলেন, ‘বাবরকে আমার একটাই পরামর্শ হল, তাঁর ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। তাঁকে তাঁর পারফরম্যান্সের উন্নতি করা উচিত। বাবর আজমকে অধিনায়ক করা হয় সে সময়ের সেরা খেলোয়াড়। দলের সেরা খেলোয়াড়কে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়ার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। বাবরসহ অন্য খেলোয়াড়রা মাঠে ভালো করলে ফলাফল সবার চোখে পড়বে। আমি দেখেছি আমাদের খেলোয়াড়রা পারফর্ম করার চেয়ে বেশি কথা বলে।’

আরও পড়ুন… ভিডিয়ো: ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের সুপারস্টার কে? অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা কার নাম বললেন?

তিনি আরও যোগ করে বলেছেন, ‘তিনি অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছেন, তবে তাঁকে জানতে হবে সে পরবর্তীতে কী করতে চায়। অধিনায়কত্ব একটি ছোট জিনিস, পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। বিরাট কোহলির দিকে তাকান। তিনি নিজের শর্তে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এখন বিশ্বজুড়ে রেকর্ড ভাঙছেন। এটা দেখায় যে দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার দেওয়া উচিত। যদি আপনার কোন শক্তি অবশিষ্ট থাকে তবে সেটি দিয়ে নিজের জন্য খেলুন।’ এখন দেখার বিষয়, বাবর আজম আদৌ কি ইউনিস খানের কথা পরামর্শ শোনেন কিনা।

ক্রিকেট খবর

Latest News

অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ উইন্ডিজে চুরি হয়েছে তাঁর পুরস্কার! মুরলিকে টপকে কি এবারেই রেকর্ড গড়তেন অশ্বিন স্কুলে সাপের কামড়ে ছাত্রের মৃত্যুতে গ্রেফতার প্রধান শিক্ষক! রান্নাঘরে ঝগড়া, ছুরি দিয়ে স্ত্রী'র কান কেটে দেওয়ার অভিযোগ, মাথা ফাটল স্বামীর ‘বন্যাপ্রবণ এলাকা’ চিহ্নিত করা হয়নি, মমতাকে চিঠি লিখে দায়ী করলেন মোদীর মন্ত্রী কাজের কাজ কিছুই হচ্ছে না! দিল্লির দূষণ রোধে প্রশাসনের ভূমিকায় বিরক্ত শীর্ষ আদালত 'রাস্তা কঠিন' ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জবাব দিলেন দেব, ফেব্রুয়ারিতে আসছে সুখবর আর কত কষ্ট সইতে হবে মেয়েদের? কলকাতার এই পুজোয় লজ্জায় মুখ ঢাকছেন মা বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ইকো পার্কে দেখা গিয়েছে, দাবি পড়শি দেশের পুজোর বাজার এখনও চলছে? শপিংয়ের মাঝে দেখে নিন হ্যান্ডলুম শাড়ির রকমফের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.