Sitanshu Kotak on Mohammad Shami: ভারত বনাম ইংল্যান্ডের চলতি টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে কেন দলে ছিলেন না মহম্মদ শামি? এই প্রশ্ন ঘিরে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে কি মহম্মদ শামির ফিটনেসে সমস্যা রয়েছে? এবার এই রহস্য থেকে পর্দা তুললেন টিম ইন্ডিয়ার নতুন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে মহম্মদ শামিকে ভারতীয় একাদশে না রাখায় তাঁর চোট সংক্রান্ত জল্পনা আরও বেড়েছিল। কলকাতা এবং চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামেননি এই অভিজ্ঞ পেসার। তবে সোমবার (২৭ জানুয়ারি) ভারতের নতুন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক স্পষ্ট করে দিয়েছেন যে, মহম্মদ শামির কোনও ফিটনেস সমস্যা নেই। দলের নতুন ব্যাটিং কোচ জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের বাকি টি টোয়েন্টি ম্যাচগুলোতে মহম্মদ শামিকে খেলানো হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধিনায়ক এবং দলের প্রধান কোচ।
আরও পড়ুন… Ranji Trophy 2024-25: রেলওয়েজের বিরুদ্ধে দিল্লি দলে নেই পন্ত! বাদোনির নেতৃত্বে খেলবেন কোহলি
২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে মহম্মদ শামি আর ভারতের হয়ে মাঠে নামেননি। গত বছর ফেব্রুয়ারিতে অ্যাকিলিস টেন্ডনের অস্ত্রোপচারের পর তিনি প্রথমে রঞ্জি ট্রফির প্রথম পর্ব এবং পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতেও খেলেছেন এই ডানহাতি পেসার। তবে হাঁটুর ফোলাভাবের কারণে তিনি অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি।
আরও পড়ুন… PAK vs WI: আপনি অসম্মান করেছেন: সাংবাদিকের উপর রেগে লাল পাক অধিনায়ক শান মাসুদ
আগামি মাসে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শামির জন্য আদর্শ মঞ্চ বলে মনে করা হচ্ছিল। তাই প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে তাঁকে দলে না দেখে সমর্থক, ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেন, ‘হ্যাঁ, শামি পুরোপুরি ফিট, তবে তিনি খেলবেন কি না, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
আরও পড়ুন… এটি অসাধারণ একটা অনুভূতি: BBL 2024-25 Final-এ নজির গড়া ইনিংস খেলে আবেগে ভাসলেন মিচেল ওয়েন
যখন তাঁকে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে মহম্মদ শামির সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীরই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতার কথা মাথায় রেখে শামির ওয়ার্কলোড ম্যানেজ করবেন। সীতাংশু কোটাক বলেন, ‘শামির জন্য অবশ্যই পরিকল্পনা রয়েছে, ওয়ানডে ম্যাচগুলোর জন্যও। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোচ গৌতম এবং অধিনায়ক সূর্য নেবেন। তবে ফিটনেস কোনও সমস্যা নয়, ওয়ার্কলোড কীভাবে তৈরি করা হবে, সেটা তাঁদের পরিকল্পনার ওপর নির্ভর করছে।’ ভারত বর্তমানে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচ রাজকোটে অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৮ জানুয়ারি)।