ভারতীয় ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাসে ভাসিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই শিরোপা জয়ের পর অবশ্য সকলের মনেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হল রোহিত শর্মার অবসর নিয়ে! যদিও ম্যাচের পরেই রোহিত নিজের অবসরের বিষয়টি পুরো উড়িয়ে দিয়েছেন, তবে শিরোপা জয়ের একদিন পর ২০২৭ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা, সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন।
২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত?
সোমবার জিওহটস্টারের একটি সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘এই মুহূর্তে জীবন যেমনটা চলছে, বা যা কিছু ঘটছে, সেই স্রোতেই নিজেকে ভাসিয়ে রেখেছি। এখনই আমার পক্ষে অদূর ভবিষ্যতের কথা ভাবাটা সম্ভব হচ্ছে না। এই মুহুর্তে, আমার লক্ষ্য হল, মনোযোগ দিয়ে ভালো খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। আমি এখনই বলতে পারব না যে, ২০২৭ বিশ্বকাপে খেলব বা খেলব না।’
আরও পড়ুন: Champions Trophy জয়ের এক দিন পর অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা জাদেজার
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘এই মুহূর্তে এই ধরনের বিবৃতি দিয়ে কোনও লাভ নেই। বাস্তবে, আমি সব সময়ে আমার ক্যারিয়ারে এক এক ধাপ ধরে এগিয়েছি। আমি ভবিষ্যত নিয়ে খুব বেশি চিন্তা করতে পছন্দ করি না। এবং আমি অতীতেও তা করিনি। আপাতত, আমি আমার ক্রিকেট খেলাটা উপভোগ করছি এবং দলের সঙ্গে সময় কাটাচ্ছি। আমি আশা করছি, আমার সতীর্থরাও আমার উপস্থিতি উপভোগ করছে। এই মুহুর্তে এটিই গুরুত্বপূর্ণ।’ প্রসঙ্গত, ইতিমধ্যে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে, তাঁরা খেলা চালিয়ে যাবেন।
‘আমাদের হাল্কাভাবে নেবেন না’
রোহিত শর্মা আরও বলেছেন যে, তিনি চান না অন্য কোনও দল তাঁর টিমকে হালকা ভাবে নিক! কারণ টিম ইন্ডিয়া কখনও-ই হাল ছাড়ে না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। রোহিতের দাবি, ‘অন্যান্য দলগুলি আমাদের কীভাবে নেবে, সেটা তো আমি ঠিক করে দিতে পারব না। তবে আমি একটাই জিনিস চাই যে, বিপক্ষ দলগুলি যেন আমাদের হাল্কাভাবে না নেয়। আমাদের যদি পাঁচ উইকেট পড়েও যায়, আমরা লড়াই করার এবং খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। ম্যাচের শেষ বল পর্যন্ত, আমাদের প্রতিপক্ষরা যেন সব সময়ে আমাদের বিরুদ্ধে চাপ অনুভব করে।’
আরও পড়ুন: আনফিট তকমাকে বুড়ো আঙুল,Champions Trophy-র ফাইনালে ম্যাচের সেরা হয়ে ইতিহাস অধিনায়ক রোহিতের
তিনি আরও বলেছেন, ‘একই ভাবে, আমরা যখন বোলিং করি, তখনও শেষ মুহূর্তে পর্যন্ত আমাদের দল হাল ছাড়ে না। এবং ভবিষ্যতের জন্য আমরা এই ধরনের উত্তরাধিকার তৈরি করতে চাই এবং রেখে যেতে চাই। আমরা একটি ক্লিনিক্যাল এবং সুসংগঠিত দল হিসেবে অত্যন্ত গর্বিত। আমাদের স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়ই জানে, তাদের কাছ থেকে ঠিক কী আশা করা হচ্ছে এবং কী ভাবে তাদের সেই ভূমিকা পালন করতে হবে। অন্য দলগুলো যখন আমাদের খেলা দেখে, আমি চাই তারা যেন আমাদের স্থিতিস্থাপকতা এবং বিশ্বাসকে স্বীকৃতি দেয়। সেই সঙ্গে আমরা যে কোনও পরিস্থিতি থেকে জিততে পারি- এই মানসিকতাকে যেন গুরুত্ব দেয়।’
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর, ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে রোহিত পরিষ্কার করে বলে দিয়েছিলেন, ‘আরও একটা জিনিস, আমি এই ফর্ম্যাট (একদিনের ক্রিকেট বা ODI) থেকে অবসর নিচ্ছি না। (এটা বলছি), যাতে কোনও জল্পনা ছড়িয়ে না পড়ে।’ প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন রোহিত শর্মাই। তিনি সাতটি চার এবং তিনটি ছক্কার হাত ধরে ৭৬ রান করেছিলেন। তাঁর এই স্কোরই ভারতকে জয়ের রাস্তা মসৃণ করে।