বাংলা নিউজ > ক্রিকেট > SRK on retaining KKR team: ‘এই টিমটা যদি সারাজীবন থাকত’, IPL জিতলেও মন খারাপ শাহরুখের, নিলামে কী হবে KKR-র?

SRK on retaining KKR team: ‘এই টিমটা যদি সারাজীবন থাকত’, IPL জিতলেও মন খারাপ শাহরুখের, নিলামে কী হবে KKR-র?

যদি এই টিমটা সারাজীবন থাকত,আইপিএল জয়ের পরও শাহরুখ খানের মন কিছুটা খারাপ হয়ে গেল। (ছবি সৌজন্যে, ভিডিয়ো KKR)

একটা দল তৈরি করে আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু আগামী বছর মেগা নিলাম হওয়ায় সেই দলটা ভেঙে যেতে পারে। সবাইকে রিটেন করা যাবে না। নিলাম থেকে কতজনকে ফিরিয়ে আনা যাবে, তা নিয়ে সন্দেহ নেই। সেই পরিস্থিতিতে আইপিএল জিতেও শাহরুখ খানের মন ভারাক্রান্ত হয়ে উঠল।

যদি এই টিমটা জীবনভর থাকত- আইপিএল জয়ের পরই মনটা যেন কিছুটা ভারাক্রান্ত হয়ে উঠল শাহরুখ খানের। আর হওয়ারই কথা। অনেক বছরের প্রতীক্ষার পরে বিভিন্ন ‘উপকরণ’ বা ‘মশলা’ দিয়ে একটা ‘পারফেক্ট’ দল তৈরি করে আইপিএল জয়ের পরের বছরই সেটি ভেঙে যেতে পারে। কারণ পরের বছর মেগা নিলাম আছে। এখনও পর্যন্ত যা নিয়ম আছে, তাতে সর্বাধিক চারজনকে রিটেন করতে পারে যে কোনও দল। কিন্তু এবার যা খেলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), তাতে সম্ভবত হলে পুরো দলটাই রিটেন করে রাখত নাইট ম্যানেজমেন্ট। কিন্তু সেটা তো সম্ভব নয়। কয়েকজন বাদে প্রায় সব খেলোয়াড়কেই ছেড়ে দিতে হবে। নিলামের টেবিল থেকে কতজনকে পাওয়া যাবে, সেটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। সেই পরিস্থিতিতে আবার নতুন করে একটা দল তৈরি করতে হবে। চ্যাম্পিয়ন দল তৈরির রেসিপি খুঁজে আনতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। এবার যে চ্যাম্পিয়ন দল তৈরি করে ফেলেছে, সেটা সম্ভবত ভেঙে যাবে। আর সেই হতাশাটাই আইপিএল ট্রফি জয়ের মধ্যেই শাহরুখের গলায় ফুটে উঠেছে।

শাহরুখ ঠিক কী বলেছেন?

রবিবার চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ধ্বংস করে আইপিএল জয়ের পরে কেকেআরের ড্রেসিংরুমে এসে শাহরুখ বলেন, 'এখান থেকে আমরা যেদিকেই যাই না কেন, আমি তোমাদের সাফল্য কামনা করছি।' সঙ্গে তিনি বলেন, ‘আমাদের অত্যন্ত আবেগতাড়িত করে তুলেছ তোমরা। জীবনভর যদি এই টিমটা থাকত, কী ভালো হত।’ তারপর সেই মেজাজটা একটু হালকা করার জন্য তিনি বলেন, 'তোমরা আমার কথা শুনে যেতে। আর এরকম খেলা চালিয়ে যেতে (হাসি)।'

আরও পড়ুন: KKR on Bangladesh's viral video: IPL জিতেই বাংলাদেশির ভাইরাল ভিডিয়ো নিয়ে খিল্লি KKR-র, হেসে খুন রাসেল ও নারিন!

মন খারাপ হওয়া কি অস্বাভাবিক?

একেবারেই নয়। মন খারাপ হওয়ারই কথা। আইপিএলে একটা চ্যাম্পিয়ন দল তৈরি করতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। ভারতের তরুণ খেলোয়াড়, অনামী খেলোয়াড়, বিশ্বের তারকা খেলোয়াড়দের একই বিন্দুতে নিয়ে এসে তৈরি করতে হয় সাফল্যের রেসিপি। রান্নায় যেমন একটু নুন বা একটু মিষ্টি কম হলে কোনও পদের স্বাদটা বিগড়ে যায়, তেমনই একটু এদিক-ওদিক হাতে আইপিএল ট্রফি আসে না। গত ১০ বছর ধরে সেই রেসিপিটা খুঁজে পাচ্ছিল না কেকেআর। 

আরও পড়ুন: Raina teases Rinku over his English: রিঙ্কুর মুখে ইংরেজি শুনেই আওয়াজ রায়নার! 'অনেক মেসেজ আসছে তো', করলেন তুুমুল মজা

অবশেষে যখন সেই রেসিপিটা পেল কেকেআর, তখন একই দল ধরে রেখে তিন-চার বছর ধরে ছড়ি ঘোরানোর সুযোগ হাতছাড়া হয়ে যেতে চলেছে সম্ভবত। তবে এটা মোটামুটি নিশ্চিত যে মেগা নিলামে এই দলটার সব খেলোয়াড়কে ফিরিয়ে আনতে চাইবে কেকেআর ম্যানেজমেন্ট। সেটা পারবে কিনা, তার উত্তর মিলবে নিলামের টেবিলে।

আরও পড়ুন: ভালো কোচ তিনিই, যিনি খেলোয়াড়দের থেকে সেরাটা বার করতে জানেন, গম্ভীরের এই ৫টি সিদ্ধান্ত KKR-এর হাতে IPL ট্রফি তুলে দেয়

ক্রিকেট খবর

Latest News

'ময়নাতদন্ত করতে দেব না'! চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের ‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের ২০২৩ বিশ্বকাপ ঘিরে টাকার বৃষ্টি হয়েছে ভারতে, হাজার কোটির প্রভাব অর্থনীতিতে: ICC সুকন্যার জামিনে মুক্তির খবরে নানুরে পাত পেড়ে চলল মাংস-ভাত! উদ্যোক্তা কে? ঘূর্ণাবর্তে ভাসবে বাংলা, ২ জেলায় কাল ভারী বৃষ্টি, শুক্রে ১৪টিতে, কোথায় ঝড় উঠবে? ‘তুমিই আমায় বারবার...’, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা ‘পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন…’,লিখলেন শিবপ্রসাদ দুর্গাপুজো ২০২৪এ নবমী-দশমী একই দিনে পড়েছে! তিথি একনজরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.