২০২৪ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশে যে অস্থির পরিবেশ চলেছে, সেজন্য বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রকাশ করা হয় পরিবর্তিত সূচি। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর। প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং স্কটল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর। প্রথম সেমিফাইনাল ১৭ অক্টোবর। দ্বিতীয় সেমিফাইনাল ১৮ অক্টোবর। ফাইনাল ২০ অক্টোবর। ফাইনালের আয়োজন দুবাইয়ে।
বিশ্বকাপের আগে ভারতের প্রস্তুতি ম্যাচের সংখ্যা দুই। ২৯ সেপ্টেম্বর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ হল ওয়েস্ট ইন্ডিজ। আয়োজক দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ড-টু। ম্যাচের সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী)। ১ অক্টোবর ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আয়োজক হল - দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ড-ওয়ান। ম্যাচের সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী)।
৪ অক্টোবর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে লিগ পর্যায়ে ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভেন্যু হল - দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ম্যাচের সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী)। ৬ অক্টোবর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ। সেদিন হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। আয়োজক দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ম্যাচের সময় দুপুর ৩ টে ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী)। অর্থাৎ দুর্গাপুজোর তৃতীয়ার দিনে খেলা ভারত-পাকিস্তান ম্যাচ। ৯ অক্টোবর লিগের তৃতীয় ম্যাচ ভারতের। ভেন্যু হল - দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ম্যাচের সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী)। ১৩ অক্টোবর লিগের চতুর্থ তথা শেষ ম্যাচ ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভেন্যু হল শারজা। ম্যাচের সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী)। অর্থাৎ, ভারতের তিনটি লিগ ম্যাচ দুবাইয়ে। একটি ম্যাচ শারজায়।