শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট। এবছর মোট ৮টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। টুর্নামেন্টের এ-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও আমিরশাহি। বি-গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
এই নিয়ে মোট ৯ বার বসছে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটের আসর। উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত মোটে ২টি দেশ মেয়েদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন্স হয়েছে। ভারত যে মহিলা ক্রিকেটে শুধু এশিয়ার নয়, বরং বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই ভারত যে ইতিপূর্বে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া দলের তালিকায় রয়েছে, ক্রিকেটের বিশেষ খোঁজখবর না রাখলেও এটা অনুমান করতে অসুবিধা হয় না।
তবে দ্বিতীয় দল হিসেবে কারা এশিয়া কাপ জিতেছে, সেটা অনুমান করতে গিয়ে অনেকেই হোঁচট খাবেন। পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম চর্চায় আসতে পারে, তবে দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের খেতাব রয়েছে বাংলাদেশের দখলে। এর আগের ৮টি এশিয়া কাপের মধ্যে বাংলাদেশ একবারমাত্র চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮ সালের ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জেতে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।
ভারত ও বাংলাদেশ, মোটে ২টি দল মেয়েদের এশিয়া কাপ জিতেছে। তার মধ্যে বাংলাদেশ জিতেছে একবার। বুঝে নিতে অসুবিধা হয় না যে, বাকি সাতবার চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। অর্থাৎ, ৮টি এশিয়া কাপের মধ্যে ভারত ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার্সের ট্রফি হাতে তুলেছে তারা। সুতরাং, এটা বলা মোটেও ভুল হবে না যে, এশিয়া কাপে ভারতের মেয়েদের দিদিগিরি চলে বরাবর।
২০২২ সালে বাংলাদেশে আয়োজিত শেষ মহিলা এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেই নিরিখে হরমনপ্রীত কৌররা এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছেন। বলা বাহুল্য, এবারও ভারত খেতাব জয়ের এক নম্বর দাবিদার।
মেয়েদের এশিয়া কাপে ভারতের সার্বিক পারফর্ম্যান্স
১. ২০০৪ সালে শ্রীলঙ্কা ৫-০ সিরিজ হারিয়ে এশিয়া কাপ জেতে।
২. ২০০৫ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
৩. ২০০৬ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জেতে।
৪. ২০০৮ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
৫. ২০১২ সালে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
৬. ২০১৬ সালে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে খেতাব জেতে।
৭. ২০১৮ সালে ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায়।
৮. ২০২২ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।