India Women vs Nepal Women: শ্রীলঙ্কা আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে, ভারতীয় দল তাদের শেষ গ্রুপ ম্যাচে নেপাল মহিলা দলের বিরুদ্ধে ৮২ রানে জিতেছে। এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পুরোপুরি নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। হরমনপ্রীত কৌরের জায়গায় নেপাল দলের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন তারকা ওপেনিং ব্যাটসম্যান স্মৃতি মন্ধনা। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৭৮ রান করেছিল টিম ইন্ডিয়া। যেখানে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়েছিল। ম্যাচ জেতার পর সেমিফাইনাল ম্যাচ নিয়ে বড় বক্তব্যও দিয়েছেন এই ম্যাচের ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা।
আরও পড়ুন… ছক্কা মারলেই আউট! ইংল্যান্ডের ২৩৪ বছরের পুরনো ক্লাবে চালু হল ‘গলি ক্রিকেট’-র নিয়ম
মিডল অর্ডার ব্যাটসম্যানদেরও সুযোগ পাওয়াটা গুরুত্বপূর্ণ
নেপালের বিরুদ্ধে ম্যাচের পর স্মৃতি মন্ধনা বলেছিলেন, ‘ওপেনার ব্যাটার হিসেবে আপনি ব্যাট করার সুযোগই পাননি এটাই খুবই বিরল ঘটনা। আগের ম্যাচে মিডল অর্ডার ব্যাটিং না করায় দলের অন্য ব্যাটসম্যানদের সুযোগ পাওয়াটা দরকার ছিল। এখানকার পরিস্থিতি একটু অন্যরকম, তাই আপনার বোঝার সুযোগ পাওয়া উচিত। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও খুব বেশি ব্যাট করার সুযোগ পায়নি আমাদের মিডল অর্ডার। আমরা উইমেন্স প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম এবং আসন্ন বিশ্বকাপের আগে অনেক কিছুর উন্নতি করা হয়েছে এবং আমরা ক্রমাগত এগিয়ে চলেছি।’
সেমিফাইনালে কোনও দলকেই হালকাভাবে নিতে চায় না ভারত-
নেপালের বিরুদ্ধে ম্যাচের পর স্মৃতি মন্ধনাও সেমিফাইনাল ম্যাচ নিয়ে কিছু কথা বলেছিলেন। তিনি জানান, ‘এই ধরনের ম্যাচে কোনও দলকে হালকাভাবে নেওয়ার ভুল করা যাবে না। আমাদের কাছে এখন ২ দিন সময় আছে যেটিতে আমরা বিশ্রাম করব এবং অনুশীলনও করব।’
আরও পড়ুন… মেডেল জয়ে প্রথম ৩০টি দেশের মধ্যে থাকবে না ভারত, অলিম্পিক্স শুরুর আগেই এল উদ্বেগজনক পূর্বাভাস
নেপাল ক্রিকেট নিয়ে কী বললেন স্মৃতি-
নেপাল ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতি মন্ধনা জানান, ‘তাদের (নেপাল) মুখে সবসময় হাসি থাকে, কখনও কখনও আমরা যে পরিমাণ ক্রিকেট খেলি তাতে আমরা খেলা উপভোগ করতে ভুলে যাই, তারা কিছু ভালো ক্রিকেট খেলে এবং আশা করি তারা এভাবেই উন্নতি করতে থাকবে এবং আমরা প্রায়শই তাদের সঙ্গে খেলতে পারি।’
আরও পড়ুন… তিন দিন ধরে আলাদা দ্বীপে রেখে জেরা...বব উলমারের মৃত্যুর পরের ভোগান্তির কথা মনে করলেন পাক প্রাক্তনী
আমরা আপনাকে বলে রাখি যে ভারতীয় মহিলা দল ২৬ জুলাই T20 এশিয়া কাপে ভারতীয় সময় দুপুর ২ টায় তাদের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে। যেখানে তাদের গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলতে হবে।