শুভব্রত মুখার্জি:- এই বছরের শেষ দিকেই রয়েছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। এবারের আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। তার আগে এই টুর্নামেন্টের প্রস্তুতির অন্যতম বড় মঞ্চ হিসেবে মেয়েদের এশিয়া কাপকে ভারতীয় সিনিয়র মহিলা ক্রিকেট দল। এবারের আসর বসছে শ্রীলঙ্কাতে। সামনেই যেহেতু রয়েছে টি-২০ ফর্ম্যাটের বিশ্বকাপ তাই এবারের এশিয়া কাপও খেলা হবে টি-২০ ফর্ম্যাটেই। আর এবারের এশিয়া কাপ শুরুর আগেই কার্যত বিপক্ষ দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর মতে প্রতিটি ম্যাচেই ভারত তাঁর বিপক্ষ দলের উপর প্রাধান্য রেখেই খেলবে। আর এটাই তাদের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন… ভিডিয়ো: বিশেষ বুট পরে ইন্টার মায়ামির ম্যাচে লিওনেল মেসি! চোট নিয়েই দলের জয় দেখলেন LM10
শ্রীলঙ্কাতে ১৯ জুলাই থেকে শুরু হবে মহিলাদের এশিয়া কাপের লড়াই। শুক্রবার ডাম্বুলাতেই শুরু হবে এশিয়া কাপের আসর। এই বিশ্বকাপে ভারত ছাড়াও থাকছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতন ক্রিকেট খেলিয়ে শক্তিশালী দেশরা। তবে উপমহাদেশের বাকি দেশগুলোর উপর আধিপত্য নিয়েই এই এশিয়া কাপে যে খেলার লক্ষ্য স্থির করে ফেলেছেন হরমনরা তা নিশ্চিত হয়ে গিয়েছে ভারত অধিনায়কের কথা বার্তাতেই। ঘটনাচক্রে ভারত গতবারের এশিয়া কাপ জয়ী তারখ। ফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে এই ট্রফি জিতেছিল। মহিলাদের এশিয়া কাপে ভারতের ট্র্যাক রেকর্ড দারুনভাবে ঈর্ষণীয়। ২০০৪ সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। ওয়ানডে ফর্ম্যাট বা টি-২০ ফর্ম্যাট যে ফর্ম্যাটেই খেলা হোক না কেন ভারত একেবারে অপ্রতিরোধ্য দলের মতন খেলেছে। এখন পর্যন্ত সমস্ত খেতাব জিতেছে ভারতীয় মহিলা দল।
আরও পড়ুন… ২৬ তম জন্মদিনে শিরডির সাই বাবার মন্দিরে ইশান কিষান! ভারতীয় দলে কি ফের জায়গা করতে পারবেন?
এবারের এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এমন আবহে এই টুর্নামেন্ট নিয়ে বলতে গিয়ে হরমনপ্রীত কৌর জানিয়েছেন, ‘এই টুর্নামেন্টটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সমস্ত টুর্নামেন্টকেই সমানভাবে গুরুত্ব দিই। আমরা যেমন এশিয়া পর্যায়ে সেরা হতে চাই তেমন আমরা বিশ্ব পর্যায়েও সেরা হতে চাই। এটাই আমাদের লক্ষ্য। ফলে আমাদের ফোকাস এক আছে। টি-২০ বিশ্বকাপ জিততেও আমরা যে অনুশীলন করেছি তা আমরা এশিয়া কাপের জন্য ও করেছি। প্রতিটা ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিই। তাই আসন্ন এশিয়া কাপে প্রতিটা দলের বিরুদ্ধেই আধিপত্য বজায় রেখেই ক্রিকেট মাঠে আমরা খেলতে মুখিয়ে রয়েছি। এশিয়া কাপে আগেও যে ভাল ক্রিকেটটা আমরা খেলেছি সেটা এবারে ও খেলতে মুখিয়ে রয়েছি। আমরা নিজেদের খেলাটা উপভোগ করে খেলতে মুখিয়ে রয়েছি। একই ধরনের আক্রমণাত্মক ক্রিকেট আমরা সবাই খেলব এই টুর্নামেন্টে।’