India Beat Pakistan: শুক্রবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে মহিলা এশিয়া কাপ ২০২৪-এ নিজেদের অভিযান শুরু করেছে। এদিনের ম্যাচে বোলারদের পর টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং এর ফলে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।
এই ম্যাচে ডাম্বুলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ১০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল। জবাবে ভারত ১৪.১ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে এবং ম্যাচটি সহজেই জিতে নেয়। এই ম্যাচে ওপেনার স্মৃতি মন্ধনা ৩১ বলে ৪৫ এবং শেফালি বর্মা ২৯ বলে ৪০ রান করেন। পাকিস্তানকে হারিয়ে ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর নানা বিষয়ে কথা বলেছেন।
আরও পড়ুন… জীবনের নতুন ইনিংস শুরু করলেন দীপক হুডা! নয় বছর ডেট করার পরে সাত পাকে বাঁধা পড়লেন তারকা অলরাউন্ডার
কী বললেন হরমনপ্রীত কৌর?
পাকিস্তানকে পরাজিত করার পরে একটি গুরুত্বপূর্ণ সত্য স্বীকার করেছেন হরমনপ্রীত। পাকিস্তান ম্যাচে যে তাদের উপর বেশ চাপ ছিল তা মেনে নিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। হরমনপ্রীত বলেছেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচে সবসময় চাপ থাকে। তিনি বলেন, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চাপ ছিল, কিন্তু ভারতীয় দল তা ভালোভাবে সামলেছে। ম্যাচের পর হরমনপ্রীত কৌর বলেন, ‘আমাদের বোলার এবং ওপেনিং ব্যাটসম্যানরা তাদের কাজ করেছেন। প্রথম ম্যাচ সবসময় চাপে পূর্ণ থাকে, কারণ আপনাকে মোমেন্টাম তৈরি করতে হয়। কিন্তু আমাদের পুরো দল এটাকে ভালোভাবে পরিচালনা করেছে এবং দুর্দান্ত খেলেছে।’
কী বললেন পাকিস্তানের ক্যাপ্টেন?
হরমনপ্রীত কৌর আরও বলেন, ‘আমরা যখন বোলিং করতাম, আমরা দ্রুত উইকেট নেওয়ার কথা বলেছিলাম। ব্যাটিংয়ের কৃতিত্ব যায় স্মৃতি ও শেফালির। আমরা এভাবে নির্ভীক ক্রিকেট খেলতে চাই।’ একই সঙ্গে ভারতের কাছে হারের পর পাকিস্তানের অধিনায়ক নিদা দার বলেন, ‘পাওয়ার প্লেতেই পার্থক্য তৈরি হয়েছিল। দুটোতেই আমরা পিছিয়ে ছিলাম। বোলাররা শেষ পর্যন্ত ভালো করেছে। আমরা প্রত্যাবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী।’
কী বললেন দীপ্তি শর্মা?
ভারত বনাম পাকিস্তানের ম্যাচে দীপ্তি শর্মাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। চার ওভারের স্পেলে মাত্র ২০ রান খরচ করে তিন উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচের পরে দীপ্তি শর্মা বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরে আমি ভালো অনুভব করছি। আমার বিশ্বাস ছিল। ইউনিট হিসেবে আমরা গত কয়েক মাস ধরে ভালো করছি। আমরা অনেক ক্যাম্পে অংশগ্রহণ করেছি, যা অনেক সাহায্য করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর আমি আমার বোলিং নিয়ে কাজ করছিলাম, যা সাহায্য করেছে।’