বাংলা নিউজ > ক্রিকেট > Women's ODI World Cup 2025 Update: সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেল না বাংলাদেশ! তাও কীভাবে ভারতে আসতে পারবে?

Women's ODI World Cup 2025 Update: সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেল না বাংলাদেশ! তাও কীভাবে ভারতে আসতে পারবে?

সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেল না বাংলাদেশ। (ছবি সৌজন্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ)

সরাসরি মহিলা বিশ্বকাপে খেলার টিকিট পেল না বাংলাদেশ। চলতি বছর ভারতে সেই বিশ্বকাপ হবে। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে শেষ করে সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হল বাংলাদেশ। তাও কীভাবে খেলতে পারবে?

শেষ সুযোগ হাতাছাড়া হয়ে গেল বাংলাদেশের। ৫০ ওভারের মহিলা বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হারিয়ে ফেললেন নিগার সুলতানারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ বাংলাদেশ আট উইকেটে হেরে যাওয়ার ফলে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা-অর্জনের শেষ তথা ষষ্ঠ টিকিটটা ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। আয়োজক ভারত ছাড়াও মোট পাঁচটি দলের সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার কথা ছিল। সেইমতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ভারতে আসার টিকিট আগেই ‘কনফার্ম’ হয়ে গিয়েছিল। শেষ টিকিটটা বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিল নিউজিল্যান্ড।

সমান পয়েন্ট থাকলেও কপাল পুড়ল বাংলাদেশের!

আসলে আইসিসি চ্যাম্পিয়নশিপের তালিকায় ২৪টি ম্যাচের শেষে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ একই পয়েন্টে থাকলেও বেশি জয়ের কারণে বাজিমাত করেছেন 'হোয়াইট ফার্ন'-রা। ২৪ ম্যাচের শেষে দু'দলেরই পয়েন্ট ছিল ২১। কিন্তু নিউজিল্যান্ড জিতেছে ন'টি ম্যাচে। বাংলাদেশ আটটি ম্যাচে জিতেছে। আর বেশি ম্যাচে জয়ের সুবাদে আইসিসি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে শেষ করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিয়েছে নিউজিল্যান্ড। সাত নম্বরে পড়ে থেকেছে বাংলাদেশ।

এখনও কীভাবে বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ?

তবে বাংলাদেশের সামনে এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে। সেজন্য বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলতে হবে সুলতানাদের। কোয়ালিফায়ারে মোট ছ'টি দল থাকবে। চারটি দল (বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড) আইসিসি চ্যাম্পিয়নশিপে ছিল। সরাসরি বিশ্বকাপে ছাড়পত্র না পাওয়ায় তাদের যোগ্যতা-অর্জন পর্বে খেলতে হবে। সেইসঙ্গে কোয়ালিফায়ারে খেলবে স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। ওই ছ'টি দলের মধ্যে থেকে দুটি বিশ্বকাপের টিকিট পাবে। যা ২০২৫ সালে হবে ভারতে।

আরও পড়ুন: IND W vs IRE W ODI Records: ৪৩৫ রান! বিরাটদের রেকর্ড ভেঙে ODI-তে সর্বোচ্চ স্কোর স্মৃতিদের, তৈরি আরও ৭ নজির

নিজেদেরই উপর দোষারোপ করতে পারে বাংলাদেশ!

আর ভারতে বিশ্বকাপ খেলার জন্য আসার ক্ষেত্রে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটার জন্য স্রেফ নিজেদেরই দোষারোপ করতে পারেন সুলতানা, মারুফ আখতার, নাহিদা আখতাররা। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে স্রেফ দাঁড়াতেই পারেননি তাঁরা। সেরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশিরা ন্যূনতম লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেননি। প্রথমে ব্যাট করে ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানে অল-আউট হয়ে যায়।

আরও পড়ুন: Bangladesh Enter Super Six: বল হাতে আনিসার চমক, স্কটিশদের বিরুদ্ধে উত্তেজক জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

আর সেই ১১৮ রানের মধ্যে ৯৫ রান করেন ফারাজানা হক, শারমিন আখতার, সুলতানা এবং শোভানা মিস্ত্রি। ওপেনিংয়ে নেমে ২২ রান করেন ফারাজানা। তিনে নেমে শারমিন সর্বোচ্চ ৩৭ রান করেন। সুলতানা করেন ১১ রান। আর ২৫ রান করেন শোভানা। তাঁরা যেমন শুরুটা ঠিকঠাক করেও বড় ইনিংস গড়ে তুলতে পারেননি, তেমন বাকিরা ছিঁটেফোটাও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।তার জেরে তিন উইকেটে ৯৪ রান থেকে ১১৮ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: Ireland Beat Pakistan: আয়ারল্যান্ডের কাছে লজ্জার হারে ছোটদের T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান

ক্যারিবিয়ানদের হয়ে ৬.৫ ওভারে ১২ রানে চার উইকেট নেন করিশ্মা রামহারাক। দুটি উইকেট নেন জাইদা জেমস। আর তাঁরা যে কাজটা শুরু করেন, সেটা শেষ করে দেন ব্যাটাররা। ২৭.৩ ওভারে দু'উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা নির্বাচিত হন ক্যারিশ্মা। সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন। সেইসঙ্গে এটাও নিশ্চিত করেছেন যে তাঁরা যেমন সরাসরি বিশ্বকাপের টিকিট পাচ্ছেন না, তেমনই বাংলাদেশেরও কপাল পুড়িয়ে দিয়েছে।

ক্রিকেট খবর

Latest News

খালি স্ত্রী ৩ নয়, হরর কমেডি ইউনিভার্সের ৮টি ছবিতেই নায়িকা হবেন শ্রদ্ধা? ভারতের ১ম ও বিশ্বের ৫ম ব্যাটার হিসেবে একই মাঠে টেস্ট, ODI ও T20I শতরান গিলের কামিন্স, স্টার্কদের অবর্তমানে CT 25 জিতবে অস্ট্রেলিয়া! ওয়ার্নারের ভবিষ্যদ্বাণী ঘাটাল মাস্টারপ্ল্যান–গঙ্গাসাগরে ৫০০ কোটি টাকা, প্রতিশ্রুতি পূরণে ঘোষণা চন্দ্রিমা 'ভিক্ষা দেওয়ার সমান', ৪% DA বাড়তেই হুংকার রাজ্য সরকারি কর্মীদের, পুরো বকেয়া চাই বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি দফতরে ঢুকে তাণ্ডব তৃণমূলের ভ্যালেন্টাইন্স ডে ২০২৫ কেমন কাটবে? রইল মেষ থেকে মীনের রাশিফল বাদাম দিয়ে রেঁধে ফেলুন স্পেশাল দই তরকা, রুটির সঙ্গে জমে যাবে ডিনার অর্ধশতরানের পর ফের স্পিনের কাছেই ঝুঁকলেন কোহলি! ১১বার কোহলিকে আউটের নজির রশিদের পথশ্রী প্রকল্পে বরাদ্দ আরও দেড় হাজার কোটি টাকা, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

IPL 2025 News in Bangla

ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.