শেষ সুযোগ হাতাছাড়া হয়ে গেল বাংলাদেশের। ৫০ ওভারের মহিলা বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হারিয়ে ফেললেন নিগার সুলতানারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ বাংলাদেশ আট উইকেটে হেরে যাওয়ার ফলে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা-অর্জনের শেষ তথা ষষ্ঠ টিকিটটা ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। আয়োজক ভারত ছাড়াও মোট পাঁচটি দলের সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার কথা ছিল। সেইমতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ভারতে আসার টিকিট আগেই ‘কনফার্ম’ হয়ে গিয়েছিল। শেষ টিকিটটা বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিল নিউজিল্যান্ড।
সমান পয়েন্ট থাকলেও কপাল পুড়ল বাংলাদেশের!
আসলে আইসিসি চ্যাম্পিয়নশিপের তালিকায় ২৪টি ম্যাচের শেষে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ একই পয়েন্টে থাকলেও বেশি জয়ের কারণে বাজিমাত করেছেন 'হোয়াইট ফার্ন'-রা। ২৪ ম্যাচের শেষে দু'দলেরই পয়েন্ট ছিল ২১। কিন্তু নিউজিল্যান্ড জিতেছে ন'টি ম্যাচে। বাংলাদেশ আটটি ম্যাচে জিতেছে। আর বেশি ম্যাচে জয়ের সুবাদে আইসিসি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে শেষ করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিয়েছে নিউজিল্যান্ড। সাত নম্বরে পড়ে থেকেছে বাংলাদেশ।
এখনও কীভাবে বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ?
তবে বাংলাদেশের সামনে এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে। সেজন্য বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলতে হবে সুলতানাদের। কোয়ালিফায়ারে মোট ছ'টি দল থাকবে। চারটি দল (বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড) আইসিসি চ্যাম্পিয়নশিপে ছিল। সরাসরি বিশ্বকাপে ছাড়পত্র না পাওয়ায় তাদের যোগ্যতা-অর্জন পর্বে খেলতে হবে। সেইসঙ্গে কোয়ালিফায়ারে খেলবে স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। ওই ছ'টি দলের মধ্যে থেকে দুটি বিশ্বকাপের টিকিট পাবে। যা ২০২৫ সালে হবে ভারতে।
নিজেদেরই উপর দোষারোপ করতে পারে বাংলাদেশ!
আর ভারতে বিশ্বকাপ খেলার জন্য আসার ক্ষেত্রে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটার জন্য স্রেফ নিজেদেরই দোষারোপ করতে পারেন সুলতানা, মারুফ আখতার, নাহিদা আখতাররা। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে স্রেফ দাঁড়াতেই পারেননি তাঁরা। সেরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশিরা ন্যূনতম লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেননি। প্রথমে ব্যাট করে ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানে অল-আউট হয়ে যায়।
আর সেই ১১৮ রানের মধ্যে ৯৫ রান করেন ফারাজানা হক, শারমিন আখতার, সুলতানা এবং শোভানা মিস্ত্রি। ওপেনিংয়ে নেমে ২২ রান করেন ফারাজানা। তিনে নেমে শারমিন সর্বোচ্চ ৩৭ রান করেন। সুলতানা করেন ১১ রান। আর ২৫ রান করেন শোভানা। তাঁরা যেমন শুরুটা ঠিকঠাক করেও বড় ইনিংস গড়ে তুলতে পারেননি, তেমন বাকিরা ছিঁটেফোটাও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।তার জেরে তিন উইকেটে ৯৪ রান থেকে ১১৮ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন: Ireland Beat Pakistan: আয়ারল্যান্ডের কাছে লজ্জার হারে ছোটদের T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান
ক্যারিবিয়ানদের হয়ে ৬.৫ ওভারে ১২ রানে চার উইকেট নেন করিশ্মা রামহারাক। দুটি উইকেট নেন জাইদা জেমস। আর তাঁরা যে কাজটা শুরু করেন, সেটা শেষ করে দেন ব্যাটাররা। ২৭.৩ ওভারে দু'উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা নির্বাচিত হন ক্যারিশ্মা। সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন। সেইসঙ্গে এটাও নিশ্চিত করেছেন যে তাঁরা যেমন সরাসরি বিশ্বকাপের টিকিট পাচ্ছেন না, তেমনই বাংলাদেশেরও কপাল পুড়িয়ে দিয়েছে।