চলতি মহিলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ। সুতরাং, সুপার ফোর রাউন্ডের নিশ্চিন্ত হওয়ার উপায় নেই ভারতের। কেননা ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালের রাস্তা কঠিন হয়ে দাঁড়াতে পারে।
যদিও বৃহস্পতিবার ভারত সুপার ফোর রাউন্ডের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে। সেই সঙ্গে শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাড়তি সুবিধা হয়েছে ভারতের।
কারা ফাইনালের টিকিট হাতে পাবে
মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে উঠেছে ভারত, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান ও মালয়েশিয়া। এ-গ্রুপ থেকে সুপার ফোর রাউন্ডে উঠেছে ভারত ও নেপাল। বি-গ্রুপ থেকে সুপার ফোর রাউন্ডে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সুপার ফোর রাউন্ডের শেষে লিগ টেবিলের প্রথম ২টি দল নিজেদের মধ্যে ফাইনাল খেলবে।
সুপার ফোর রাউন্ডে প্রতিটি দল ক'টি করে ম্যাচ খেলবে
সুপার ফোর রাউন্ডে প্রতিটি দল অন্য গ্রুপ থেকে উঠে আসা ২টি দলের বিরুদ্ধে মাঠে নামবে। নিজেদের গ্রুপ থেকে সুপার ফোরে ওঠা দলের বিরুদ্ধে লড়তে হবে না কোনও দলকে। সেই নিরিখে সুপার ফোর রাউন্ডে বাংলাদেশ ছাড়াও ভারতকে লড়তে হবে বি-গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠা শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিজেদের গ্রুপ থেকে সুপার ফোরে ওঠা নেপালের বিরুদ্ধে মাঠে নামতে হবে না ভারতকে। গ্রুপ লিগে নেপাল ম্যাচের পয়েন্ট সুপার ফোর রাউন্ডে ভারতের খাতায় যোগ হবে।
উল্লেখ্য, ভারত বনাম নেপাল গ্রুপ লিগের ম্যাচ বৃষ্টিতে মাঝপথেই পরিত্যক্ত হয়। ফলে সেই ম্যাচে ভারত ১ পয়েন্ট সংগ্রহ করে। এবার বাংলাদেশকে হারিয়ে আরও ২ পয়েন্ট সংগ্রহ করে নেয় ভারত। অর্থাৎ, সুপার ফোর রাউন্ডে ভারতের খাতায় রয়েছে আপাতত ৩ পয়েন্ট। তারা ২টি ম্য়াচ (নেপাল ও বাংলাদেশের বিরুদ্ধে) খেলেছে বলে ধরে নেওয়া হচ্ছে।
শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারতের সুবিধা হল কেন
বৃহস্পতিবার নেপাল বনাম শ্রীলঙ্কা ম্যাচ শুরু হয়েই ভেস্তে যায়। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা ১ ওভারে ১ রানে ১ উইকেট হারালে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ফলে নেপাল ও শ্রীলঙ্কা উভয় দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ফলে নেপালের সংগ্রহে রয়েছে ২ ম্যাচে (ভারত ও শ্রীলঙ্কা) ২ পয়েন্ট। শ্রীলঙ্কার সংগ্রহে রয়েছে ২ ম্যাচে (বাংলাদেশ ও নেপাল) ১ পয়েন্ট।
ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে উঠবে। সেক্ষেত্রে ছিটকে যাবে শ্রীলঙ্কা। নেপাল বনাম বাংলাদেশ ম্যাচে যে দল জিতবে, দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠবে তারা। ভারত এক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে কম ব্যবধানে হারলেও নেট রান-রেটের নিরিখে ফাইনালে উঠতে পারে।
সুপার ফোর রাউন্ডের পয়েন্ট তালিকা
১. ভারত- ২ ম্যাচে ৩ পয়েন্ট (নেট রান-রেট +৩.০৬৮)। নেপাল ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং বাংলাদেশকে হারিয়েছে।
২. বাংলাদেশ- ২ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট -০.৭১২)। শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং ভারতের কাছে হেরেছে।
৩. নেপাল- ২ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট ০.০০০)। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি ম্যাচই পরিত্যক্ত হয়েছে।
৪. শ্রীলঙ্কা- ২ ম্যাচে ১ পয়েন্ট (নেট রান-রেট -১.৬৪৭)। বাংলাদেশের কাছে হেরেছে এবং নেপাল ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
সুপার ফোর রাউন্ডের অবশিষ্ট সুচি
১. ভারত বনাম বাংলাদেশ (২০ ডিসেম্বর)।
২. বাংলাদেশ বনাম নেপাল (২০ ডিসেম্বর)।