ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। তারা গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে পরাজিত করে মালয়েশিয়াকে। সেই সুবাদে বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডের টিকিট নিশ্চিত করে ভারত। আপাতত দেখে নেওয়া যাক এ-গ্রুপের পয়েন্ট তালিকা।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপের পয়েন্ট তালিকা
১. ভারত: ২ ম্যাচে ২টি জয়-সহ ৪ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়। ভারতীয় দলের নেট রান-রেট +৯.১৪৮।
২. শ্রীলঙ্কা: ২ ম্যাচে ২টি জয়-সহ ৪ পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কার খাতায়। শ্রীলঙ্কার নেট রান-রেট +৫.৫০০।
৩. ওয়েস্ট ইন্ডিজ: ২ ম্যাচের ২টিতেই পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজের নেট রান-রেট -৫.৫২৮।
৪. মালয়েশিয়া: ২ ম্যাচের ২টিতেই পরাজিত হয়েছে মালয়েশিয়া। ফলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা। মালয়েশিয়ার নেট রান-রেট -৭.১৪৬।
ভারতের গ্রুপ ম্যাচের ফলাফল
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এ-গ্রুপের ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় ভারতের ক্যাপ্টেন নিকি প্রসাদের। তিনি টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ১৩.২ ওভারে মাত্র ৪৪ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪.২ ওভারে ১ উইকেটে ৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৯৪ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেন নিকি প্রসাদরা।
ভারত বনাম মালয়েশিয়া: মালয়েশিয়ার বিরুদ্ধে এ-গ্রুপে ম্যাচে টস জেতে ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন নিকি প্রসাদ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় টুর্নামেন্টের আয়োজক দল মালয়েশিয়াকে। হোম টিম ১৪.৩ ওভারে অল-আউট হয়ে যায় মাত্র ৩১ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩২ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ১০৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে ভারত।
ভারতের বাকি গ্রুপ ম্যাচের সূচি
২৩ জানুয়ারি ভারত গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতের মতো শ্রীলঙ্কাও ইতিমধ্যেই সুপার সিক্স রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে। তবে এই ম্যাচ যারা জিতবে, তারা এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে পরের রাউন্ডে প্রবেশ করবে।
সুপার সিক্স রাউন্ডে এ-গ্রুপের তিনটি দলের সঙ্গে যোগ দেবে ডি-গ্রুপের তিনটি দল। অস্ট্রেলিয়ার ডি-গ্রুপের এক নম্বর দল হওয়া কার্যত পাকা। সেক্ষেত্রে ভারত এ-গ্রুপের এক নম্বর দল হলে সুপার সিক্স রাউন্ডে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই এড়িয়ে যেতে পারবে।