মাঠে রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সের জেরে কোপ পড়তে চলেছে পরিবারের উপরে? তেমনটাই দাবি করা হল একটি রিপোর্টে। সংবাদমাধ্যম দৈনিক জাগরণের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে হারের পরে খেলোয়াড়দের জন্য কঠোর নিয়ম তৈরি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিদেশ সফরের পুরোটা সময় খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী-সহ পরিবারের সদস্যরা থাকতে পারবেন না। কতদিনের সফর হবে, সেটার ভিত্তিতে নির্ধারণ করা হবে যে স্ত্রী-সহ পরিবারের সদস্যরা কতদিন একসঙ্গে থাকতে পারবেন। সেইসঙ্গে খেলোয়াড়দের এবার বাধ্যতামূলকভাবে একসঙ্গে টিমবাসে যাতায়াত করার নিয়ম চালু করা হতে পারে। তাঁরা আর আলাদা-আলাদাভাবে যেতে পারবেন না বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
মাঠে খেলোয়াড়রা ডোবানোয় বউ ও পরিবারকে ‘শাস্তি’?
আর যদি সেই নিয়ম চালু করা হয়, তাহলে নিঃসন্দেহে বিদেশ সফরে স্ত্রী-সহ পরিবারের থাকার বিষয়টা নিয়ে সবথেকে বেশি আলোচনার ঝড় উঠবে। ওই রিপোর্ট অনুযায়ী, ৪৫ দিন বা তার বেশিদিনের বিদেশ সফরের ক্ষেত্রে স্ত্রী-সহ পরিবারের সদস্যদের সর্বাধিক দু'সপ্তাহ বা ১৪ দিন থাকার অনুমতি দেওয়া হবে। আর যদি ৪৫ দিনের কম সময়ের বিদেশ সফরে যায় ভারত, তাহলে মেরেকেটে সাতদিন খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন স্ত্রী-সহ পরিবারের সদস্যরা।
আপাতত অবশ্য সেরকম বিধিনিষেধ নেই। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির প্রতিটি ম্যাচে মাঠে দেখা গিয়েছে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা এবং কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিকে। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, যদিও বা বিসিসিআই নয়া নিয়ম চালু করে, তাহলে খেলোয়াড়দের স্ত্রী বা পরিবারের সদস্যদের মাঠে থাকার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। কিন্তু একসঙ্গে থাকার ক্ষেত্রে বিধিনিষেধ জারি হওয়ার বিষয়টা বড় বার্তা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: কর্পোরেট সংস্থার মত ভ্যারিয়েবল পে চালু করতে চায় BCCI, খারাপ খেললেই টাকা কাটা যাবে রোহিতদের
আলাদা-আলাদা নয়, টিমবাসে যাওয়ার ফরমান দেবে বোর্ড?
আরও একটি ক্ষেত্রে বিসিসিআই জোর ধাক্কা দিতে পারে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই আরও একটি কঠোর সিদ্ধান্ত কার্যকর করতে পারে। দলের মধ্যে ঐক্য বাড়াতে খেলোয়াড়দের একসঙ্গে টিমবাসে যাওয়ার নিয়ম চালু করতে পারে বিসিসিআই।
আরও পড়ুন: Monty Panesar: গম্ভীরকে সরিয়ে টেস্টে কোচ করা হোক লক্ষ্মণকে! BCCI-কে পরামর্শ পানেসরের
সম্প্রতি একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে দলের সুপারস্টার ক্রিকেটাররা টিমের সঙ্গে না গিয়ে আলাদাভাবে যাচ্ছেন। দল যে বিমানে যাচ্ছে, তাতে যাচ্ছেন না সংশ্লিষ্ট খেলোয়াড়। তার আগে বা পরে যাচ্ছেন। অস্ট্রেলিয়া সফরেও তাই হয়েছিল। সেই প্রবণতায় রাশ টানতে বিসিসিআই নয়া নিয়ম চালু করতে পারে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: খারাপ সময় ভুলে সামনের দিকে তাকাচ্ছেন রোহিত! মঙ্গলবার থেকেই ওয়াংখেড়েতে নামছন অনুশীলনে
অনেক প্রশ্ন, উত্তর দেবে বিসিসিআই?
যদিও সেইসব বিষয় নিয়ে ভারতীয় বোর্ডের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি। আর তাই একগুচ্ছ প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমত, আদৌও কি সেই নিয়ম চালু করা হবে? দ্বিতীয়ত, দলের সব খেলোয়াড়ের জন্য সেই নিয়ম চালু করবে বিসিসিআই? সুপারস্টার খেলোয়াড়দের ক্ষেত্রেও সেই নিয়ম প্রয়োজ্য হবে? আর যদি চালু করা হয়, তাহলে তারকা খেলোয়াড়দের কী প্রতিক্রিয়া হবে?