বাংলা নিউজ > ক্রিকেট > ঋষভ পন্তের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জের ছিল- কেন এমন বললেন ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর?

ঋষভ পন্তের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জের ছিল- কেন এমন বললেন ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর?

ঋষভ পন্তের সঙ্গে কাজ করাটা বড় চ্যালেঞ্জের ছিল (ছবি-AFP)

ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর জানিয়েছেন যে ঋষভ পন্তের সঙ্গে প্রথম দিকে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। শ্রীধর, যিনি সাত বছর ধরে ভারতীয় কোচিং সেট-আপের অংশ ছিলেন, তিনি এবার ঋষভ পন্তকে নিয়ে মন্তব্য করেছেন। তাঁর মতে পন্তকে পারফেক্ট করতে প্রথম দিকে অনেক লড়াই করতে হয়েছিল।

ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর জানিয়েছেন যে ঋষভ পন্তের সঙ্গে প্রথম দিকে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। শ্রীধর, যিনি সাত বছর ধরে ভারতীয় কোচিং সেট-আপের অংশ ছিলেন, তিনি এবার ঋষভ পন্তকে নিয়ে মন্তব্য করেছেন। তাঁর মতে পন্তকে পারফেক্ট করতে প্রথম দিকে অনেক লড়াই করতে হয়েছিল। এমনকি নিজেকে পাল্টে নিয়েছিলেন কোচ আর শ্রীধর।

ঋষভ পন্ত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে ভারতীয় দলে নিজের অভিষেক করেছিলেন এবং এক বছর পরে নটিংহামের ট্রেন্ট ব্রিজে একই প্রতিপক্ষের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন। এই সময়ে আর শ্রীধর ভারতীয় দলের তৎকালীন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলি ভারতের ফিল্ডিং বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময়ে যে পন্তকে ম্যানেজ করা কতটা ‘চ্যালেঞ্জ’ হয়ে উঠছিল সেটাই জানিয়েছেন আর শ্রীধর।

আরও পড়ুন… সুপারম্যান যেখান থেকে এসেছে আপনিও কি সেখানকার? কোচের প্রশ্ন শুনে কী বলেছিলেন বিরাট কোহলি?

২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে নাকি একেবারে অন্য রকম পন্তকে পেয়েছিলেন তিনি। আসলে বর্তমানে ভারতীয় ক্রিকেট যেমন সাবলীল এবং নির্ভীক পন্তকে দেখছে, তেমনটা নাকি তখন ছিলন না ঋষভ। তার মতো নাকি কিছুই ছিল না। তিনি ছিলেন উদাসীন, বেপরোয়া। তবে তাঁর অপ্রথাগত কার্যকর শৈলীকে সমর্থন করেছিলেন তিনি। রক্ষক হিসাবেও শুরুতে পন্ত খুব একটা ভালো ছিলেন না।

আরও পড়ুন… WTC Final হোক তিন ম্যাচের, রোহিত শর্মার মতোই ICC-কে বিশেষ পরামর্শ দিলেন অজি স্পিনার নাথান লিয়ন

শ্রীধর 'অনুভব টকস'-এ বলেছিলেন, ‘এটি একটি সাধারণ কোচিং দর্শন। আপনি যেভাবে কোচিং করান ছাত্ররা যদি সেভাবে না শেখে, তারা যেভাবে শিখতে চায় আপনাকে সেভাবে প্রশিক্ষণ দিতে হবে। অনেক সময় আপনি কিছু বলেন এবং মনে করেন কাজ হয়ে গেছে, কিন্তু ক্রীড়াবিদরা যদি তা গ্রহণ না করে, তাহলে আপনাকে মনে করতে হবে যে, আপনার কাজটি করা হয়নি। আপনাকে আপনার স্টাইল পরিবর্তন করতে হবে এবং অ্যাথলিটের প্রয়োজন অনুসারে এটি কার্যকর করতে হবে।’

আরও পড়ুন… CSK-এর জার্সি গায়ে সতীর্থ ক্রিকেটারকে সাহায্য করতে চাননি ধোনি! অজানা গল্প শোনালেন হরভজন

এই তথ্যটি বোঝাতে গিয়ে শ্রীধর বলেন, ‘এটি বোঝাতে গেলে আপনাকে ঋষভের একটি উদাহরণ দিতে হবে। কারণ সে যখন একটি ছোট বাচ্চা ছিল, একেবারে কিশোর, যখন তার ২০ বছর বয়সও হয়নি অর্থাৎ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরেই সেটা হয়েছিল। সে তার আত্মপ্রকাশ করেছিল, কিন্তু আপনি জানেন যে প্রাথমিকভাবে তার সঙ্গে সংযোগ করা আমার পক্ষে কঠিন ছিল। এটি একটি চ্যালেঞ্জ ছিল। আমাদের মধ্যে বিশ্বাস তৈরি করতে কিছুটা সময় লেগেছিল এবং এর জন্য আমাকে কোচিং করার পদ্ধতির কিছুটা পরিবর্তন করতে হয়েছিল এবং বুঝতে হয়েছিল যে সে কোথা থেকে এসেছে এবং সে কী চাইছে। তবে তাঁর সঙ্গে বোঝাপড়া হয়ে যাওযার পরে পরবর্তী ১৮ মাস আমাদের মধ্যে দুর্দান্ত ছিল।’

ক্রিকেট খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.