শুভব্রত মুখার্জি:- ইংল্যান্ডের বার্মিংহামে চলছে ক্রিকেটের কিংবদন্তি অর্থাৎ লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ক্রিকেটারদের ইতিহাসে বিভিন্ন দেশের তারকারা একে অপরের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন দেশের জার্সিতে। বৃহস্পতিবার সেই টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড লেজেন্ডস এবং দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড হেরেছিল ভারতের কাছে। ফলে তাদের কাছে এই ম্যাচে জয় ছিল খুব গুরুত্বপূর্ণ। ম্যাচে কেভিন পিটারসেনরা কার্যত দুরমুশ করলেন জ্যাক কালিসদের। ম্যাচে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসদের বিরুদ্ধে নয় উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড দল। বার্মিংহামে এদিন প্রতিটি বিভাগেই প্রোটিয়াদের পিছনে ফেলে দেয় ইংল্যান্ড দল।
আরও পড়ুন… ভিডিয়ো: বাড়ি ফিরতেই 'মুম্বাইচা রাজা' রোহিতকে ধুমধাম করে স্বাগত জানালেন বন্ধুরা, উপস্থিত তিলকও
আয়োজক দেশ মাত্র ১১ ওভারে রান তাড়া করে জিতে যায়। রান তাড়ার সময়ে ইংল্যান্ডের হয়ে এদিন বিধ্বংসী ফর্মে ব্যাট করেন ফিল মাস্টার্ড। দক্ষিণ বোলারদের কালঘাম ছুটিয়ে দেন তিনি। অধিনায়ক কেভিন পিটারসেন এদিন রান তাড়া করার মেজাজটা তৈরি করে দেন ইংল্যান্ডের হয়ে। তিনি মাত্র ১১ বলে করেছেন ২৮ রান। ফিল মাস্টার্ড এদিন ৩৫ বলের একটি অপরাজিত ইনিংস খেলেন। ৩৫ বলে তিনি ৮৪ রান করে অপরাজিত থেকে যান। তাঁর ইনিংস সাজানো ছিল ছটি চার এবং নয়টি বিশাল বিশাল ছয়ে। অপর ওপেনার ইয়ান বেল ১৮ বলে ২০ রান করেন। ফলে মাত্র এক উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড দল।
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা দল। মাত্র ১৩৭ রান করেন তারা। প্রোটিয়াদের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক জ্যাক ক্যালিস এদিন প্রথম থেকেই ব্যাট হাতে সমস্যায় ছিলেন। টি-২০ ম্যাচে তিনি টেস্ট ম্যাচসুলভ ইনিংস খেলেন তিনি। ৩০ বলে ১৩ রান করে আউট হন তিনি। রায়ান সাইডবটমের বলে আউট হয়ে যান তিনি। হার্সেল গিবস করেন ১৯ বলে ২৬ রান। ম্যাচে প্রোটিয়াদের উপর চাপ বজায় রাখেন বোলার ওয়াইস শাহ এবং আহমেদ শাহজাদ। প্রোটিয়াদের হয়ে ডেন ভিলাস ১৭ বলে ১৬ এবং রায়ান ম্যাকলারেন ২৪ বলে ২২ রান করে দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেন। ভার্নন ফিলান্ডার ১২ বলে ১৪ রান করেন। রোরি ক্লেনবেল্ট ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। রবি বোপারা আট বলে তিন উইকেট নেন। এছাড়াও ওয়াইস শাহ ২৩ রান দিয়ে ও তিনটি উইকেট নেন।