বাংলা নিউজ > ক্রিকেট > পাক বধের নায়ক সৌরভ নেত্রাভালকরকে শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেট, USA-এর বাঁহাতি পেসার দিলেন বিশেষবার্তা

পাক বধের নায়ক সৌরভ নেত্রাভালকরকে শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেট, USA-এর বাঁহাতি পেসার দিলেন বিশেষবার্তা

পাক বধের নায়ক সৌরভ নেত্রাভালকরকে শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেট (ছবি:AFP) (AFP)

পাকিস্তানের মত শক্তিশালী দলকে সুপার ওভারে হারিয়ে দিয়েছে তারা। তাদের এই জয়ের অন্যতম নায়ক নিঃসন্দেহে তাদের ভারতীয় বংশোদ্ভুত বাঁহাতি পেসার তথা পেশায় টেকনোলজির অন্যতম প্রকৌশলী সৌরভ নেত্রাভালকর। পাক ম্যাচে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর থেকে গোটা ক্রিকেট বিশ্ব থেকে তিনি শুভেচ্ছা বার্তা পেয়েছেন। 

শুভব্রত মুখার্জি:- ক্রিকেটের ২২ গজে কোনও দিক থেকেই ধারে ভারে পাকিস্তানের কাছে থাকার কথা নয় আমেরিকা যুক্তরাষ্ট্রের। গত টি-২০ বিশ্বকাপের রানার্স আপ দল পাকিস্তান। আর অন্যদিকে আইসিসির অ্যাসোসিয়েট দেশ আমেরিকা সবে ক্রিকেটে নিজেদেরকে মেলে ধরতে শুরু করেছে। এমন আবহে চলতি টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় অঘটনটি ঘটিয়েছে আমেরিকা।

আরও পড়ুন… UFC Louisville 2024: ব্রাজিলের রায়ান ডস স্যান্টোসকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতের পূজা তোমার

পাকিস্তানের মত শক্তিশালী দলকে সুপার ওভারে হারিয়ে দিয়েছে তারা। তাদের এই জয়ের অন্যতম নায়ক নিঃসন্দেহে তাদের ভারতীয় বংশোদ্ভুত বাঁহাতি পেসার তথা পেশায় টেকনোলজির অন্যতম প্রকৌশলী সৌরভ নেত্রাভালকর। পাক ম্যাচে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর থেকে গোটা ক্রিকেট বিশ্ব থেকে তিনি শুভেচ্ছা বার্তা পেয়েছেন। আর এবার এই সমস্ত শুভেচ্ছা বার্তার উত্তর তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে তাঁর কৃতজ্ঞতা বার্তার মধ্যে দিয়ে।

আরও পড়ুন… কোনও ৫০ ছাড়াই উঠল ২০১, T20 WC-এর ইতিহাসে অনন্য নজির অজিদের, হল একাধিক আরও রেকর্ড

প্রসঙ্গত এই মুহূর্তে ওরাকেল নামক এক তথ্যপ্রযুক্তি সংস্থায় তথ্যপ্রযুক্তি প্রকৌশলী হিসেবে কর্মরত সৌরভ নেত্রাভালকর। যিনি জুনিয়র পর্যায়ে ভারতের হয়ে বিশ্বকাপও খেলেছেন। তবে ভারতীয় সিনিয়র দলে সুযোগ না পেয়ে তিনি চলে আসেন আমেরিকাতে তাঁর তথ্যপ্রযুক্তি পেশার সুবাদে। এরপরের ঘটনা ইতিহাস বইয়ের পাতায় লেখা থাকবে। ৩২ বছর বয়সী বাঁহাতি পেসারের দুরন্ত পারফরম্যান্স চলতি টি-২০ বিশ্বকাপে যেন প্রাণের সঞ্চার করেছে। গত আট বছর ধরে ওরাকেলে কর্মরত সৌরভ নেত্রাভালকর। সেই তথ্যপ্রযুক্তি কর্মীর বোলিং একেবারে হিমশিম খাইয়ে দিয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের।

আরও পড়ুন… IND vs PAK: ভারতের বিরুদ্ধে খেলার জন্য ফিট তারকা অলরাউন্ডার! কার জায়গায় খেলবেন? দেখুন পাকিস্তানের সম্ভাব্য একাদশ

ওরাকেলের তরফেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয়। তাঁর বোন, আত্মীয়-স্বজন থেকে বন্ধু বান্ধব এমনকি অচেনা একাধিক মানুষকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এই সব শুভেচ্ছা বার্তার জবাব দিতে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে সৌরভ একটি কৃতজ্ঞতা বার্তা পোস্ট করেন।তিনি লেখেন ' ভারতে যারা আমাকে ক্রিকেট নিয়ে বড় হতে দেখেছে।আমার পরিবার,আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার আমেরিকার শুভানুধ্যায়ীরা প্রত্যেককে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুন… ৩৯ রানেই শেষ উগান্ডা! আকিলের আগুনে বোলিং, T20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়ের নজির উইন্ডিজের

আমেরিকা যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যারা ক্রিকেটটা শিখছে তাদের সবাইকে ও আমি কৃতজ্ঞতা জানাই। আমি খুশি এটা দেখে যে আপনাদের অনেকেই আমার ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ্রাউন্ড সেটার সঙ্গে ক্রিকেট মাঠে আমার এই পারফরম্যান্সের একটা যোগসূত্র স্থাপন করেছেন।আমাদের দলে প্রত্যেকের আলাদা আলাদা একটা লড়াই এবং আত্মত্যাগের কাহিনী রয়েছে।' এই পোস্টটি তিনি শেষ করেন একাধিক ছবি দিয়ে।যেখানে কোনটায় তাঁকে দেখা যাচ্ছে ক্রিকেট খেলতে আবার কোনটায় তাঁকে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। উল্লেখ্য ভারতের হয়ে সৌরভ নেত্রাভালকর অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন। এরপর তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে তিনি আমেরিকাতে যান। এরপর সেখান থেকেই ক্রিকেটার হয়ে ওঠার তাঁর জীবনের বাকি চক্রটা শুরু হয়।

ক্রিকেট খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.