শুভব্রত মুখার্জি: ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওডিআই বিশ্বকাপের প্রায় প্রতি ম্যাচেই ব্যাটারদের ব্যাট থেকে রান বন্যার সাক্ষী থেকেছেন ক্রিকেট ভক্তরা। মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আর এই ম্যাচেই ঘটে গেল এক অনন্য ঘটনা। পুরুষদের ওডিআই বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এর আগে যে ঘটনা ঘটেনি তাই ঘটল এদিন হায়দরাবাদে। একটি বিশ্বকাপের ম্যাচে চার চারটি শতরানের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া।
এদিনের ম্যাচে পাকিস্তানের হয়ে শতরান করেছেন আবদুল্লা শফিক এবং মহম্মদ রিজওয়ান। তিনি অপরাজিত শতরান করে দলকে জয় এনে দেন। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে শতরান করেছেন কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। এদিন ম্যাচের প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা দল। কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমার শতরানে ভর করে তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান করতে সমর্থ হয়। জবাবে জোড়া শতরানে ভর করে ১০ বল বাকি থাকতেই হাতে ৬ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয় তুলে ফেলল পাকিস্তান।
কুশল মেন্ডিস এদিন মাত্র ৭৭ বল খেলে ১২২ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪ টি চার এবং ৬টি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে সাদিরা সামারাবিক্রমা ৮৯ বলে করেন ১০৮ রান। তিনি হাঁকিয়েছেন ১১টি চার এবং ২টি ওভার বাউন্ডারি। কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১১১ রান। জবাবে রান তাড়া করার সময়ে পাকিস্তানের হয়ে এদিন শতরান হাঁকান তাদের ওপেনার আবদুল্লা শফিক। এই ম্যাচে ফখর জামানের পরিবর্ত হিসেবে তাঁকে খেলানো হয়েছিল। তিনি ১০৩ বলে ১১৩ রান করেন। মারেন ১০ টি চার এবং তিনটি ছয়। অন্যদিকে ১২১ বলে ১৩১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন মহম্মদ রিজওয়ান। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং তিনটি ছয়ে।