বাংলা নিউজ > ক্রিকেট > World Cup > Afghanistan squad for World Cup 2023: দু' বছর বাদে জাতীয় দলে ফিরলেন নবীন উল হক, ফের বাদ করিম জানাত, রিজার্ভ দলে গুলবাদিন

Afghanistan squad for World Cup 2023: দু' বছর বাদে জাতীয় দলে ফিরলেন নবীন উল হক, ফের বাদ করিম জানাত, রিজার্ভ দলে গুলবাদিন

আফগানিস্তান টিম।

দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা ফাস্ট বোলার নবীন উল হক। এশিয়া কাপের দলেও ছিলেন না নবীন। তবে আফগানিস্তানের বিশ্বকাপ দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অবশেষে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলের সঙ্গে আফগানিস্তানের এশিয়া কাপের দলের একেবারে কোনও মিল নেই। অনেক পরিবর্তন হয়েছে আফগানদের বিশ্বকাপের দলে।

দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা ফাস্ট বোলার নবীন উল হক। এশিয়া কাপের দলেও ছিলেন না নবীন। তবে আফগানিস্তানের বিশ্বকাপ দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুজরাট টাইটান্সের স্পিনার নূর আহমেদও বিশ্বকাপ দলের ১৫ জনের দলে রাখা হয়েছে। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়ছেন গুলবাদিন নায়েব।

আরও পড়ুন: লঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগেই খারাপ খবর পাক শিবিরে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন নাসিম শাহ

৬ বছর পর জাতীয় দলে ফেরা খেলোয়াড়কে ফের বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপের দল থেকে

২০২৩ সালের এশিয়া কাপের জন্য ৬ বছর পর দলে ফিরেছিলেন অলরাউন্ডার করিম জানাত। তবে তাঁকে ফের ছেঁটে ফেলা হয়েছে। বিশ্বকাপের দলে রাখা হয়নি। এছাড়া অলরাউন্ডার গুলবাদিন নায়েবও ১৫ সদস্যের বিশ্বকাপ দলে নেই। তাঁকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়দের তালিকায়।

বিশ্বকাপের দলে ফিরেছেন নবীন উল হক

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা মিডিয়াম পেসার নবীন উল হককে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় পিচে কার্যকর প্রমাণিত হতে পারেন তিনি। তাঁর স্লোয়ার ভারতীয় পিচে ব্যাটসম্যানদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আর আইপিএলে খেলার সুবাদে নবীনের ভারতীয় পরিস্থিতি এবং পিচ সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছে। ভারতে খেলার তাঁর অভিজ্ঞতাকেই আফগানিস্তান কাজে লাগাতে চাইবে।

আরও পড়ুন: লঙ্কা-পাক ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস, খেলা ভেস্তে গেলে কোন সমীকরণে ফাইনালে কোন দল উঠবে?

চার স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করেছে আফগানিস্তান

বিশ্বকাপের জন্য চার স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করেছে আফগানিস্তান। এর মধ্যে রয়েছেন মহম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান এবং নূর আহমেদ। দলের প্রধান দুই ফাস্ট বোলার নবীন উল হক এবং ফজলহক ফারুকি ফর্মে আছেন। এছাড়াও, আবদুল্লাহ ওমরজাই এবং আব্দুল রেহমানকেও দলে রাখা হয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল- হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমতুল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, ইকরাম আলি খিল, রিয়াজ হাসান, আবদুল্লাহ ওমরজাই, রশিদ খান, আব্দুল রেহমান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি এবং নবীন উল হক।

রিজার্ভ খেলোয়াড়- গুলবাদিন নায়েব, শরফুদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ মালিক।

বন্ধ করুন