টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। টুর্নামেন্টের সুপার ৮ রাউন্ডের ম্যাচগুলি শেষ হয়েছে এবং মোট চারটি দল এখন সেমিফাইনালের টিকিট পাকা করেছে। এখন টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রথম সেমিফাইনাল ম্যাচটি আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২৭ জুন তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে, ত্রিনিদাদ এবং টোবাগোতে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। এখন পর্যন্ত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই দলের জন্যই স্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। সেমিফাইনাল ম্যাচে যে দলই জিতুক না কেন, তারা নিশ্চিত ভাবে নতুন ইতিহাস তৈরি করবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটি ম্যাচই জিতেছে দক্ষিণ আফ্রিকা
এইডেন মার্করামের নেতৃত্বে, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ একটি ম্যাচও হারেনি। দলটি টানা ৭টি ম্যাচ জিতেছে এবং তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে সুপার-৮ এর টিকিট নিশ্চিত করেছে। এরপর সুপার-৮ রাউন্ডে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে আফগানিস্তান দল।
আরও পড়ুন… আমি হাসতে হাসতে কেঁদে ফেলেছিলাম- গুলবদিনের কান্ড দেখে মজা পেয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ
আট বছর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দুইবারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের মধ্যে শেষ মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬। তখন আফ্রিকান দল ৩৭ রানে জিতেছিল। এখন আট বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দলের। সেমিফাইনালে দুই দলের মধ্যে যেই জিতুক তারাই প্রথমবারের মতো ফাইনালে উঠবে এবং ইতিহাস সৃষ্টি করবে। তবে একদিনের ক্রিকেটেও দুই বার মুখোমুখি হয়েছে এই দল, দুবারই জিতেছে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনাল ম্যাচের জন্য আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্রথম একাদশ:
কেমন হবে আফগানিস্তান দল-
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে আফগানিস্তান দল। বোলিং থেকে ব্যাটিং, ফিল্ডিং সব বিভাগেই আধিপত্য বিস্তার করেছে আফগান দল। হয়তো এই কারণেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে সফল হয়েছে তারা। সেমিফাইনাল ম্যাচের জন্যও তাদের একাদশে খুব একটা পরিবর্তন হবে না। তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া রহমানউল্লাহ গুরবাজ দলের জন্য চিন্তার কারণ হতে পারেন।
আরও পড়ুন… চোটের নাটক করে সময় নষ্টের চেষ্টা! গুলবদিন নায়েবের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে ICC?
আফগানিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবদিন নায়েব, আজমতউল্লাহ উমরজাই, মহম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গেলিয়া খারোতে, নূর আহমেদ, নবীন-উল-হক, ফজল হক ফারুকি।
কেমন হবে দক্ষিণ আফ্রিকা দল-
দক্ষিণ আফ্রিকার কথা বলতে গেলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে দলটি। এই টুর্নামেন্টে তিনটি বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আফ্রিকান দল। তবে সেমিফাইনাল ম্যাচটা তাদের জন্য সহজ হবে না। এমন পরিস্থিতিতে তারা তাদের সেরা একাদশ নিয়ে এই ম্যাচে নামতে চাইবে। এমন অবস্থায় এখন দেখার বিষয় এইডেন মার্করামের দল এই ম্যাচে কোন কম্বিনেশনে মাঠে নামে-
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্রথম একাদশ:
রিজা হেন্ডরিক্স, কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম (অধিনায়ক), এনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।