আন্তর্জাতিক ক্রিকেটে 'টাইম আউট' হওয়া প্রথম ব্যাটসম্যান হয়েছেন ম্যাথিউজ। আসলে আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজ ক্রিজে পৌঁছে হেলমেট পরতে শুরু করেন। তিনি ড্রেসিংরুম থেকে আরেকটি হেলমেট আনার জন্য সংকেত দেন কিন্তু তাতে দুই মিনিটের বেশি সময় লেগেছিল। এরপরেই তাঁকে 'টাইম আউট' দেওয়া হয়েছিল।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ কী প্রমাণ দিলেন?
নিজের সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার প্রমাণ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনি তাঁর মাঠে নামার সময়ের গ্যাপের ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে যখন একজন ব্যাটার আউট হয়েছিলেন তখন ঘড়িতে সময় ছিল কত এবং যখন তিনি মাঠে নামছেন তখন ঘড়িতে কত সময় ছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে যে তখনও পাঁচ সেকেন্ড সময় ছিল তা তিনি পরিষ্কার করে দেখিয়েছেন। এভাবেই আইসিসির সামনে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ তুলে ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু এই বিষয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
ঘটনাটি কী ঘটেছিল-
অ্যাঞ্জেলো ম্যাথিউজের হেলমেট পরার মধ্যে শাকিব আউটের আবেদন জনান। ম্যাথিউজের বিরুদ্ধে টাইম আউটের আবেদন করলে আম্পায়ার মারাইস ইরাসমাস তাঁকে আউট ঘোষণা করেন। এই ঘটনার প্রসঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেছেন যে শাকিব এবং বাংলাদেশের এই কাজটি অত্যন্ত লজ্জাজনক ছিল।
কী বলেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ?
অ্যাঞ্জেলো ম্যাথিউজ মনে করেন না অন্য কোনও দল এটি করেছে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেন, ‘আজকের আগে শাকিব ও বাংলাদেশকে অনেক সম্মান করতাম কিন্তু এখন তা করি না। আমি কোনও সময় নষ্ট করছিলাম না। সকলেই দেখতে পেল যে আমি ক্রিজে ছিলাম কিন্তু আমার হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গেছে। এটি একটি সাধারণ ঘটনা।’
শ্রীলঙ্কার অলরাউন্ডার আরও বলেছেন যে তার দলের কাছে ভিডিয়ো প্রমাণ রয়েছে যে তিনি সময়মতো ক্রিজে পৌঁছেছিলেন এবং তাঁকে আউট দেওয়ার আগে আম্পায়ারের প্রযুক্তির সাহায্য নেওয়া উচিত ছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেন, ‘আমাদের কাছে ভিডিয়ো প্রমাণ আছে যে আমি সময়মতো ক্রিজে পৌঁছেছি। আমি যখন ক্রিজে পৌঁছেছিলাম তখনও আমার পাঁচ সেকেন্ড বাকি ছিল। এর পরে আমার হেলমেটে সমস্যা হলে আমি কী করতে পারি? এটা খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্ন। একজন উইকেটরক্ষক যদি হেলমেট না পরে একজন স্পিনারের বিরুদ্ধে উইকেট কিপিং করতে না পারেন, তাহলে বোলারের মুখোমুখি হব কীভাবে। আমাকে আউট দেওয়ার আগে আম্পায়ারের প্রযুক্তির আশ্রয় নেওয়া উচিত ছিল। প্রযুক্তি পাওয়া গেলে তা ব্যবহার করা উচিত।’
শাকিব আল হাসান কী বলেছিলেন?
শাকিব আল হাসানের সমালোচনা করেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাঁকে ‘টাইম আউট’ দেওয়ার জন্য বাংলাদেশের আবেদনকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন তিনি। প্রতিপক্ষ দলের অধিনায়ক বলেছেন, এটি নিয়ম মেনেই আউট দেওয়া হয়েছে তাই তাঁর কোনও আক্ষেপ নেই।