অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। তাঁর চোট এখনও সেরে ওঠেনি বলে খবর ক্রিকবাজের। স্বাভাবিকভাবেই রবিচন্দ্রন অশ্বিনের শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হল বলা যায়।
অক্ষর প্যাটেল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার লিগের শেষ ম্যাচে চোট পেয়ে বসেন। ফলে এশিয়া কাপের ফাইনালে মাঠে নামা হয়নি তাঁর। অক্ষরের বদলে তড়িঘড়ি দেশ থেকে ওয়াশিংটন সুন্দরকে কলম্বোয় উড়িয়ে নিয়ে যায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে মাঠেও নেমে পড়েন তিনি।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়েছিলেন যে, অক্ষরের সেরে উঠতে সপ্তাহ দু'য়েক সময় লাগতে পারে। পরে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার সময় নির্বাচক প্রধান অজিত আগরকর আশা প্রকাশ করেন যে, সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারেন অক্ষর। তাই তাঁকে রাজকোটের তৃতীয় ম্যাচের জন্য শর্তশাপেক্ষে ১৭ জনের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয়।
বাস্তবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ান ডে-র আগে অক্ষর ফিট সার্টিফিকেট হাতে পাবেন না বলেই খবর। তারকা স্পিনার অল-রাউন্ডার আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। অক্ষর চোট পেয়ে বসার পরেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট অশ্বিন অথবা ওয়াশিংটেনর মধ্যে কোনও একজনকে বিশ্বকাপের স্কোয়াডে ঢুকিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। ট্রায়ালে অশ্বিন ফুলমার্কস নিয়ে পাশও করেছেন বলা যায়।
অক্ষর রাজকোটের তৃতীয় ওয়ান ডে থেকে ছিটকে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে, আদৌ বিশ্বকাপের আগে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন তো তিনি? বিসিসিআইয়ের অন্দরমহলের খবর, বিশ্বকাপের আগে অক্ষরের ফিট হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। এমনকি ২টি প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেন প্যাটেল। সুতরাং, জাতীয় নির্বাচকদের কাজ এই মুহূর্তে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে অশ্বিন ৪টি উইকেট সংগ্রহ করেছেন। শুধু উইকেট নেওয়াই নয়, বরং বল হাতে অত্যন্ত কার্যকরী দেখিয়েছে রবিচন্দ্রনকে। এদিকে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ভারতকে। তাই আধা ফিট অক্ষরকেই চূড়ান্ত স্কোয়াডে রেখে দেওয়া হবে, নাকি তাঁর বদলে অশ্বিনকে বিশ্বকাপের স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়াই এখন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে আগরকরদের কাছে।
এদিকে রাজকোটের শেষ ওয়ান ডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিল ও শার্দুল ঠাকুরকে। রোহিত-কোহলিদের সঙ্গে দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ, যাঁকে দ্বিতীয় ওয়ান ডে আগে ছুটি দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আপাতত শেষ ওয়ান ডে-র জন্য অক্ষরের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেননি ভারতীয় নির্বাচকরা।