Sikander Bakht's Bizarre Conspiracy Theory- টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট বিশেষজ্ঞ। এবার তাঁকে এক প্রকার উড়িয়ে দিলেন পাকিস্তানের দুর্দান্ত বোলার ওয়াসিম আক্রম। তিনি বলেন, এ ধরনের কথা শুনে তিনি বিব্রতবোধ করেন। আসলে চলতি বিশ্বকাপে ভারতের সাফল্য কিছুতেই হজম করতে পারছে না পাকিস্তান। সেই কারণেই যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা বিতর্ক ও ভিত্তিহীন অভিযোগ করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। কখনও পিচ তো কখনও বলে টেকনোলজি আবার কখনও তো DRS নিয়েও প্রশ্ন তুলেছিল। তাদের বক্তব্য ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিচ্ছে আইসিসি। এর মাঝেই আবারও ভেসে উঠেছে নতুন টস বিতর্ক।
সিকান্দার বখতের অদ্ভুত বক্তব্য
সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের মাধ্যমে, ভারতীয় দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে (টিম ইন্ডিয়া বিশ্বকাপ ২০২৩ ফাইনাল)। দেশ ও বিশ্বজুড়ে টিম ইন্ডিয়ার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই জয়ে আনন্দ প্রকাশ করছেন। কিন্তু এই বিশ্বকাপে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সে কেউ কেউ খুব অবাক হয়েছেন। কখনও তারা টিম ইন্ডিয়ার পক্ষে ডিআরএস সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, আবার কখনও তারা দাবি করেন যে শেষ মুহূর্তে পিচ পরিবর্তন করা হয়েছিল। কিন্তু সবকিছুর সীমা ছাড়িয়ে গেলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞ সিকান্দার বখত। সেমিফাইনালে ভারতের জয়ে তিনি এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন যে তিনি রোহিত শর্মার টস করা নিয়ে আঙুল তোলেন। তিনি বলেছিলেন যে রোহিত টসের কয়েনটি অনেক দূরে ছুড়ে ফেলেন যাতে করে অন্য দলের অধিনায়ক তা দেখতে না যান।
কী বললেন ওয়াসিম আক্রম, শোয়েব মালিক ও মইন খান?
পাকিস্তানের একটি ক্রিকেট শোতে সিকান্দার বখত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার টস করার স্টাইল নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘টসের সময়, রোহিত শর্মা অন্যান্য অধিনায়কদের চেয়ে অনেক বেশি মুদ্রা ছুড়ে দেন এবং অন্য দলের অধিনায়ককে মুদ্রাটি দেখতে দেওয়া হয় না। এটা করার কোন বিশেষ কারণ আছে কি?’ তবে অভিজ্ঞ পাকিস্তানি ক্রিকেটারদের এই অযৌক্তিক জিনিস পছন্দ হয়নি এবং তিনি সিকান্দার বখতের ক্লাস নেন ও সমালোচনা করেন।
একটি টিভি অনুষ্ঠানে ওয়াসিম আক্রম বলেন, ‘কয়েন কোথায় পড়বে কে বলতে পারে? কে বলেছে একজন অধিনায়ককে কয়েন কোথায় ফেলতে হবে? এটি শুধুমাত্র স্পনসরশিপের জন্য, দেখানোর জন্য। আমি এমন কথা শুনলে খুব বিব্রত বোধ করি।’ সিকান্দার বখতের বক্তব্য প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মইন খান বলেছেন, ‘সে শুধু এটা থেকে একটা বড় বিতর্ক তৈরি করছে। সব অধিনায়কের টস করার স্টাইল একেবারেই আলাদা।’ এই বিষয়ে শোয়েব মালিক বলেন, ‘এই বিষয়ে আলোচনা করারই দরকার নেই।’