শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দুই তারকা মহেন্দ্র সিং ধোনি এবং রবিচন্দ্রন অশ্বিন। একজন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক। আর অপরজন টেস্টের ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। দীর্ঘদিন ধরে এই দুই তারকা একসঙ্গে জাতীয় দলের হয়ে তো খেলেইছেন পাশাপাশি খেলেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। তাঁরা একে অপরের খেলাকে খুব ভালোভাবে চেনেন বা বোঝেন। সম্প্রতি ধোনির বিভিন্ন অজানা বিষয়ে মুখ খুলেছেন অশ্বিন। ১৫ বছর ধরে ভারতীয় প্রাক্তন তারকা অধিনায়ক তাঁকে একটাই উপদেশ নিয়মিত দিতেন বলে জানিয়েছেন তিনি। ধোনি নাকি অশ্বিনকে সব সময়েই বলতেন 'ইনোভেটিভ' অর্থাৎ উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগ করতে বলতেন। পাশাপাশি তাঁকে 'ফাঙ্কি' অর্থাৎ মজায় থাকার উপদেশও দিতেন।
আরও পড়ুন… Euro 2024 Semi Final ESP vs FRA Match Live: পিছিয়ে গিয়েও ২-১ গোলে জিতল স্পেন
সম্প্রতি রেভস্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানেই বেশ কিছু অজানা তথ্য ফাঁস করেছেন তিনি। অশ্বিনের যে ক্রিকেটীয় ধ্যানধারণা তাঁর উপর ধোনির প্রবল প্রভাব ছিল বলেই তিনি জানিয়েছেন। সম্প্রতি টেস্টে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন অশ্বিন। অশ্বিন তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিল ধোনির অধিনায়কত্বে। ফলে স্বাভাবিকভাবেই তাঁর ক্রিকেটীয় কেরিয়ারে ধোনির যে প্রভাব থাকবে এটাই বাস্তব। অশ্বিনের মতে এই প্রভাব আগেও ছিল,এখনও রয়ে গিয়েছে। প্রসঙ্গত জাতীয় দলের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ধোনির সঙ্গে একসঙ্গে খেলেছেন। দুজনেই খেলেছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে।
আরও পড়ুন… Lionel Messi’s bodyguard: দেখে নিন লিওনেল মেসির ভয়ঙ্কর বডিগার্ডকে! জানেন তাঁর বেতন কত?
সাক্ষাৎকারে অশ্বিন দাবি করেছেন, ‘ধোনি সবসময়ে বলত যে তোমার সবথেকে বড় শক্তি হল সবসময়েই কিছু না কিছু উদ্ভাবন করা বা উদ্ভাবন করার চেষ্টা করা। সবসময়ে আমাকে মজায় থাকার কথাও বলত ধোনি। আমাকে বলত কখনও কারুর জন্য নিজেকে বদলে ফেলবে না। আমার মনে আছে দুবাইতে আমি একটা ম্যাচের পরে ওঁর সঙ্গে দেখা করেছিলাম। আমি ওঁকে প্রশ্ন করেছিলাম যে কি করে তুমি বুঝেছ যে আমি ব্যাক স্পিন বোলিং করছি। আমাকে উত্তরে বলেছিল যে তুমি সবসময়েই এই রকম। এটাই তোমার শক্তি। একটা কথা মনে রেখ যে তুমি সবসময়ে মজায় থাকবে। আর একটা জিনিস মনে রাখব যে সবসময়ে নিজের বোলিংয়ে বৈচিত্র্য আনতে কাজ করবে। এখন ও একভাবে এই জিনিসগুলো দেখে ধোনি। এরপরে ওই সময়ে কিছুটা থেমে ধোনি আমাকে বলেছিল তুমি জান আমি এই মুহূর্তে বলে দিতে পারি যে তুমি কি নিয়ে ভাবছ! আমি এটাই বলতে পারি যে যেটা তোমার শক্তির জায়গা তুমি সেটা নিয়েই ভাবছ। তাই বলব মজায় থাক। নিজের অভিব্যক্তি সবসময়ে প্রকাশ কর।’