শুভব্রত মুখার্জি: আসন্ন ওডিআই বিশ্বকাপ খেলার লক্ষ্যে ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছে গিয়েছে পাকিস্তান দল। হায়দরাবাদে এসে পৌঁছায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান সিনিয়র ক্রিকেট দল। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বিপুল অভ্যর্থনা দেওয়া হয় তাদেরকে।শয়ে শয়ে মানুষ জড়ো হন বাবর আজমদের এক ঝলক দেখতে। বাবরদের টিম বাস ঘিরে যেন দেখা যায় উৎসবের মেজাজ। আর এই ঘটনায় উচ্ছ্বসিত পাকিস্তান দলের কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান।এতটাই আনন্দিত তিনি যে, তাঁর মনেই হয়নি, তারা ঘরে নয় বরং বিদেশে এসেছেন বিশ্বকাপ খেলতে। সমর্থকদের উচ্ছাস দেখে তাঁর মনে হয়েছে ট্রফি জয়ের পরে করাচি অথবা লাহোর বিমানবন্দরে যেন তারা নেমেছেন। এতটাই আন্তরিক ভাবে অভিবাদন দেওয়া হয়েছে তাদের।
আরও পড়ুন: দুঃখ হয়, কিন্তু মেনে নিচ্ছি, এই নিয়ে তিনটে বিশ্বকাপ হয়ে গেল- অকপট যুজি চাহাল
ইতিমধ্যে পাকিস্তান একটি ওয়ার্ম আপ ম্যাচ ও খেলে ফেলেছে। ম্যাচে ভালো ব্যাটিং করেছে পাকিস্তান দল। তবে বিরাট স্কোর করেও জয় পায়নি তারা। ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের বোলিং খুব একটা ভালো না হওয়ার ফলেই সমস্যায় পড়তে হয়েছে তাদের। তবে প্রথম ম্যাচে পারফরম্যান্স যাই হোক না কেন, বাবরদের খাতিরদারিতে যেমন কোনও খামতি নেই, ঠিক তেমনই বাবরদের ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতন ছিল। আর তাই দেখেই নিজেদের দেশের মাটিতে তাঁরা যেমন অভ্যর্থনা পেতেন, ভারতে পাওয়া অভ্যর্থনাকে তার সঙ্গেই তুলনা করেছেন মহম্মদ রিজওয়ান। শুক্রবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটি ভালো শতরানও করেন রিজওয়ান।যদিও ওই ম্যাচে পাঁচ উইকেটে হারতে হয়েছে পাক দলকে।
ম্যাচ শেষে ৩১ বছর বয়সী কিপার ব্যাটার বলেন, ‘একটা শতরান মানে সব সময়েই একটা শতরান। এর আলাদা করে কোনও ব্যাখ্যা নেই। আর আমি এই শতরানটি দলের জন্য করতে পেরে খুব খুশি। পাকিস্তানের হয়ে শতরান করতে পারাটা সব সময়ে স্পেশ্যাল। ভারতীয় সমর্থকেরা আমাদেরকে এয়ারপোর্ট থেকেই অনেক আদর, ভালোবাসা দিচ্ছে। অনেকটা পাকিস্তানে যেমন আমাদের সমর্থকেরা আমাদেরকে ভালোবাসে। আমাদেরকে ভারতে নামার পরপরেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। সারা বিশ্বের যেখানেই আমরা ভারতীয় মানুষদের সঙ্গে মিলিত হই, সেখানেই তারা আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায়।আমাদেরকে ওরা খুব ভালোবাসে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। আমাদের সঙ্গে সব সময়ে ভালো ভাবেই কথা বলে তারা। আমরা যখন হায়দরাবাদে এসে পৌঁছাই, তার পর যে অভ্যর্থনা পাই, তাতে আমাদের গায়ে কাঁটা দিয়েছিল একেবারে। আমাদের মনে হয়েছিল যেন, আমরা হয় করাচি না হয় লাহোরে রয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে