প্রথমবারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এককভাবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। হাতে আছে মাত্র আর তিন সপ্তাহ। তারপরেই ক্রিকেট বিশ্বের সবথেকে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হয়ে যাবে ভারতের মাটিতে। যে স্টেডিয়াম গুলিতে ম্যাচ খেলা হবে সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজো সাজো রব চারিদিকে। এরই মধ্যে হিমাচল প্রদেশের এই মাঠের আউটফিল্ড নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে আউটফিল্ডে ছত্রাক প্রজাতির আগাছা সমস্যার সৃষ্টি হয়েছে।
আইসিসির একটি দল পিচ পরামর্শকদাতা অ্যান্ডি অ্যাটকিনসনের নেতৃত্বে ধরমশালা স্টেডিয়াম পরিদর্শন করেন। টাইমস অফ ইন্ডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে এই দল স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে সন্তোষজনক রিপোর্ট জমা দেয়নি। জানা যাচ্ছে বিসিসিআইয়ের একটি দল আগামী কয়েকদিনের মধ্যে ধরমশালা ক্রিকেট স্টেডিয়ামে যাবে এই সমস্যার সমাধান করতে। জানা গিয়েছে অ্যাটকিনসন ভারতে থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সব ভেন্যু পরিদর্শন করেন। তাতে তিনি যে রিপোর্ট দিয়েছেন সেখানে ধরমশালা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে এতেবারেই সন্তুষ্ট নন আইসিসির কর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়া কে বলেন, 'আইসিসির প্রধান পিচ কিউরেটর অ্যাটকিনসন ধরমশালার আউটফিল্ড নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানত এই স্টেডিয়ামের আউটফিল্ডে ছত্রাকের উপদ্রব দেখা গিয়েছে। তা নিয়ে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের অপারেশন টিমের কাছে নিজের অসন্তুষ্টের কথা জানিয়েছেন। স্থানীয় ক্রিকেট প্রশাসন এই বিষয়ের ওপর কাজ করছে।'
৭ অক্টোবর এই মাঠে বাংলাদেশ এবং আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলা হবে। তার আগে এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করছে। ২২ অক্টোবর এই মাঠে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচ খেলা হবে। তবে এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার ধরমশালার আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ হল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা আরো বলেন, 'আশা করা হচ্ছে বিশ্বকাপের খেলা শুরু হওয়ার আগেই এখানকার সমস্যার সমাধান হয়ে যাবে। ২০ সেপ্টেম্বর বা এই সপ্তাহের মধ্যে বোর্ডের একটি দল এখানে পরিদর্শনে যেতে পারে। বোর্ড সচিব জয় শাহ নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারেন। হিমাচল প্রদেশের এই জায়গায় মারাত্মক বৃষ্টির কোনও প্রভাব পড়েনি। স্টেডিয়ামের অবকাঠামো ঠিকই আছে। সমর্থকদের এখানে কোনও সমস্যা হবে না।'