শুভব্রত মুখার্জি: ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম রঙিন চরিত্র হলেন গৌতম গম্ভীর। বাঁ-হাতি এই তারকা ব্যাটার ভারতকে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। শুধু তাই নয়, এই দুই ফাইনালেই গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছিলেন। আর তাঁর ইনিংসে ভর করেই দুটি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুলে ভারতীয় বিশ্বকাপ দলের সদস্য রবিচন্দ্রন অশ্বিন। জানিয়ে দিলেন গম্ভীর এমন এক ক্রিকেটার, যাঁকে সবথেকে বেশি ভুল বোঝা হয়েছে।
গম্ভীরের নেতৃত্বেই দু'বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত কেকেআরের জেতা আইপিএলের শিরোপা বলতে গম্ভীরের নেতৃত্বে জেতা এই দুটি শিরোপাই। সেই গম্ভীরকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, 'ভারতে সবথেকে বেশি ভুল বোঝা হয়েছে যে ক্রিকেটারকে, তিনি হলেন গৌতম গম্ভীর। ভারতের অন্যতম সেরা টিমম্যান তিনি। অন্যতম সেরা ক্রিকেট ব্যক্তিত্বও ছিলেন তিনি। মাঠে লড়াই করার ক্ষেত্রে তিনি নিজেকে সবসময় হয়ত ঠিকভাবে প্রকাশ করতে পারতেন না। তবে উনি আমাদের মুখ নিঃসন্দেহে । বিশ্বকাপের ফাইনালে (২০১১) ওই ইনিংসটা শুধু নয়, আরও ভালো-ভালো ইনিংস উপহার দিয়েছেন গম্ভীর। ফাইনালের আগেও ২০১১ সালে বিশ্বকাপেই বেশ ভালো কিছু ইনিংস খেলেছিলেন। '
অশ্বিন আরও যোগ করেন, 'ওই (২০১১ সালের বিশ্বকাপ) ফাইনালে গৌতম গম্ভীরের ইনিংস দলের বাকিদের উপর কোনও চাপ পড়তেই দেয়নি। ওই ফাইনালে ১২০ অথবা ১৩০ রানে গম্ভীর হেসেখেলে অপরাজিত থাকতে পারতেন। তবে তিনি শতরানের কথা ভেবে কখনও খেলেননি। তিনি সবসময় দলের কথা ভেবেই ব্যাটিং করেছেন। বরাবর গম্ভীরের জন্য আমার শ্রদ্ধা ছিল এবং থাকবেও। বিশ্বকাপ জয়ের জন্য ওঁকে সমর্থকদের যতটা কৃতিত্বটা দেওয়া উচিত, সেটা কোনদিনও দেননি।'