হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই ভারতের মাটিতে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। ইতিমধ্যেই সব দল নিজেদের প্রস্তুতি সেরে নিয়ে ব্যস্ত। এমনকী বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলও তারা বেছে নিয়েছে। ভারতও তেমনই বিশ্বকাপের জন্য দল বেছে নিয়েছে। কিন্তু সেই দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। এমনকী আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজেও ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। যা নিয়ে কিছুটা হলেও বিতর্ক দেখা দেয়। কারণ ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড সফরে ছিলেন সঞ্জু। অজি সিরিজে তাঁর দলে না থাকা অনেককে অবাক করেছে।
সঞ্জু নিজেও ইঙ্গিতপূর্ণ ইমোজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভারত-অস্ট্রেলিয়া দল নির্বাচনের পর। যদিও ক্রিকেট মহলে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সঞ্জুর দলে না নেওয়া নিয়ে। যদিও সঞ্জুকে দলে না নেওয়া নিয়ে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। এই পরিস্থিতিতে কেন ওডিআই বিশ্বকাপে সঞ্জুকে দলে নেওয়া হয়নি সেই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে ১৩টি ওডিআই খেলে করেছেন ৩৯০ রান। পাশাপাশি ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৭৪ রান করেছেন সঞ্জু। ওডিআইতে তাঁর গড় ৫৫.৭১। স্ট্রাইক রেট ১০৪। সঞ্জুর রান রেটের উদাহরণ দিয়েই ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন, 'ওডিআইতে যদি তোমার ব্যাটিং গড় ৫৫ হয়ে থাকে, তাহলে কখনওই বিশ্বকাপের দলে জায়গা পাওয়া সম্ভব নয়। এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু এটাও দেখতে হবে তুমি অতীতে কি করেছ। সঙ্গে এটাও দেখতে হবে বিশ্বকাপ দলে দুইজন উইকেটরক্ষক রয়েছে কেএল রাহুল এবং ইশান কিষান। ইশান এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করেছে। এমনকী রাহুলও দুর্দান্ত কামব্যাক করেছে। ফলে সেখানে সঞ্জুর জায়গা হবে না সেটা পরিস্কার।'
ভাজ্জি এটাও জানিয়েছেন, তিনি যদি জাতীয় দলের নির্বাচক থাকতেন তাহলে কাকে দলে নিতেন। তিনি বলেন, 'আমাকে যদি কেউ বলে তুমি কেএল রাহুল এবং সঞ্জুর মধ্যে কাকে দলে রাখবে, তাহলে অবশ্যই রাহুলকেই নেব। কারণ রাহুল একজন ভরসাদ্বায়ক ব্যাটার। বিশেষ করে ৪ এবং ৫ নম্বরে দলকে ভরসা দিতে পারে। তবে সঞ্জুও মিডল অর্ডারে বেশ ভালো। আমি ওর ভক্তও। ও যে শট মারে তা সত্যি বলে বোঝানো যাবে না। তবে এটা মাথায় রাখতে একটি দলে তুমি কখনোই তিনজন উইকেটরক্ষক রাখতে পার না। তবে আমার মতে সঞ্জুকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। ঘরোয়া এবং আইপিএলে ভালো পারফরম্যান্স করে ভারতীয় দলে জায়গা করতে হবে।'