এবারের বিশ্বকাপে সেরা ফর্মে পাওয়া গিয়েছে বিরাট কোহলিকে। প্রায় প্রতি ম্যাচেই তিনি রান পেয়েছেন। ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে বিরাট সবচেয়ে বেশি শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন। প্রতি ম্যাচেই কোনও না কোনও রেকর্ড ভেঙেছেন তিনি। তিনি যে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবেন তা একটা আন্দাজ আগে থেকেই করা গিয়েছিল। অনেক প্রাক্তন ক্রিকেটাররাই টুর্নামেন্টের সেরা হওয়ার জন্য বিরাটকেই এগিয়ে রেখেছিলেন। অবশেষে সেটাই হল। বিশ্বকাপ ফাইনালে ভারত হারলেও টুর্নামেন্টে সেরা হওয়ার পুরস্কারটা নিয়ে গেলেন কোহলি।
এই প্রথম নয়, এর আগেও বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছেন কোহলি। ২০১৪ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হন তিনি। এই নিয়ে তৃতীয়বার আইসিসির কোনও ইভেন্টে টুর্নামেন্টের সেরা হলেন তিনি। সেই সঙ্গে বিরাট কোহলি একটি রেকর্ডও গড়ে ফেললেন। প্রথম কোনও পুরুষ ক্রিকেটার ওডিআই বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ উভয় টুর্নামেন্টেই সিরিজ সেরার পুরস্কারটি পেলেন।
এই আগে কোনও পুরুষ ক্রিকেটারের এই রেকর্ডটি না থাকলেও মহিলা ক্রিকেটারদের মধ্যে দুই জনের এই কৃতিত্বটি রয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্ল্যারি টেলর। যিনি ২০০৮ ওডিআই বিশ্বকাপে ৩২৪ রান করে টুর্নামেন্টের সেরা হওয়ার নজির গড়েন। ঠিক পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা হন তিনি। ক্ল্যারি টেলর ছাড়াও এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার অ্যালিসা হেলির নাম। তিনিও টি-টোয়েন্টি এবং ওডিআই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হন। ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২৫ রান করে টুর্নামেন্টের সেরা হন এই অজি তারকা। এমনকী গত বছর ২০২২ ওডিআই বিশ্বকাপে তিনি মোট ৫০৯ রান করে টুর্নামেন্টের সেরা হন। টি-টোয়েন্টি এবং ওডিআই বিশ্বকাপে টুর্নামেন্টে সেরা হওয়ার কৃতিত্ব ছিন এই দুই মহিলা ক্রিকেটারের। কিন্তু এবার এই দুই কিংবদন্তিদের সঙ্গে জায়গা করে নিলেন বিরাট।
এবারের বিশ্বকাপে বিরাট কোহলি ১১ ম্যাচে ৭৬৫ রান করেন। যার মধ্যে রয়েছে ৬টি অর্ধশতরান এবং ৩টি শতরান। টুর্নামেন্টের প্রায় প্রতিটি ম্যাচেই বড় রান করেছেন তিনি। স্বাভাবিক ভাবেই তিনি যে টুর্নামেন্টের সেরা হবেন সেটার আন্দাজ অনেক আগে থেকেই করা গিয়েছিল। ঠিক সেটাই হল। তবে এই বিশ্বকাপ যদি ভারত জিতত তাহলে টুর্নামেন্টের সেরা হওয়ার আনন্দটা আরও বেড়ে যেত। ফের বিশ্বকাপ জিততে অপেক্ষা করে থাকতে হবে আরও চারটা বছর।