বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC IND vs AUS: রোহিতের ওরকম শট খেলা উচিত হয়নি, অশ্বিন থাকলে বিশ্বকাপ আসতে পারত, মত মনোজের

ICC CWC IND vs AUS: রোহিতের ওরকম শট খেলা উচিত হয়নি, অশ্বিন থাকলে বিশ্বকাপ আসতে পারত, মত মনোজের

রবিচন্দ্রন অশ্বিন। ছবি-রয়টার্স  (REUTERS)

ভারতের হারের পিছনে অনেকেই রোহিত শর্মাকে ভিলেন বানিয়েছে। কারণ তাঁর আউট হয়ে যাওয়া মোটেই ভালো ভাবে নেয়নি। এবার ভারতের হারের পর মুখ খুললেন মনোজ তিওয়ারি।

রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়াকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া এবং ষষ্ঠবারের জন্য খেতাব জিতে নেয়। এদিন খেলার শুরু থেকেই টিম ইন্ডিয়ার উপর চাপ ফেলতে শুরু করে অস্ট্রেলিয়া। বোলিং করতে নেমে শুরুতে অস্ট্রেলিয়ার তিনটি উইকেট ফেলে কিছুটা চাপে রাখলেও, শেষ পর্যন্ত কপালে জুটল না ট্রফি। প্যাট কামিন্সরাই তুললেন ১১ কেজির সেই বিশ্বকাপ ট্রফি। তবে এদিন হারের পিছনে রবিচন্দ্রন অশ্বিনকে দলে জায়গা না দেওয়াকে একটা বড় কারণ বলে মনে করেছেন বাংলার ক্রিকেটার তথা বাংলার ক্রীড়ামন্ত্রী, মনোজ তিওয়ারি। সংবাদ প্রতিদিনের এক কলমে তিনি লেখেন রবিবারের ম্যাচে অশ্বিনের দলে না থাকাই একটা বড় কারণ এই হারের পিছনে, কিন্তু টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় হয়তো 'উইনিং কম্বিনেশন' ভাঙতে চাননি বলেই হয়তো খেলাননি তাঁকে।

মনোজ তিওয়ারি লেখেন, 'এ যেন ঠিক তীরে এসে তরী ডোবার মতো ব্যাপার। দেশের মাটি এবং দেশের সমর্থকদের সামনে রোহিত শর্মাকে বিশ্বকাপ তুলতে দেখতে পারলাম না, এতে সত্যিই খুব কষ্ট হচ্ছে আমার। তবে প্রশ্ন উঠতেই পারে কেন গতকাল অশ্বিনকে খেলানো হয়নি। আমার মনে হয় রাহুল দ্রাবিড় উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি বলেই অশ্বিনকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। কুলদীপ যাদবেরই দশটি ওভার দেখুন। একটিও উইকেট পাননি তিনি। মনে রাখতে হবে আমদাবাদে শিশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি মনে করি অশ্বিনকে খেলালে রোহিত শর্মার অনেক লাভ হতো।'

তিনি সেই কলমে আরও লেখেন, 'অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বিপক্ষের সামনে ২৪১ রানের লক্ষ্যমাত্রা কিছুই না। টিম ইন্ডিয়ার ব্যাটিং দুরাবস্থার ক্ষেত্রে আমি দায়ী করব রোহিত শর্মার উইকেট ছুঁড়ে দেওয়া। রোহিত যদি আরও কিছুক্ষণ ক্রিজে টিকে থাকতো, তাহলে স্কোরবোর্ডে রানটা অন্য হতো। রোহিত, রাহুল ও বিরাট ছাড়া কেউই বিশেষ কিছু করতে পারেনি। অবশ্য প্রশংসা করব ট্র্যাভিস হেডের সেই দুর্দান্ত ক্যাচেরও। আমি রবিবার বলেছিলাম হেড একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আর আমার কথাটাই অবশেষে মিলে গেলো। তবে এদিন অস্ট্রেলিয়াকেও দেখে মনে হচ্ছিল ওরা কাপ জেতার উদ্দেশ্যেই মাঠে নেমেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব বিভাগেই বিরাটদের থেকে এগিয়েছিল ওরা। যেই খেলা ভারত গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত দেখিয়েছিল, সেই খেলায় অস্ট্রেলিয়া ফাইনালে দেখিয়েছে এবং জিতেছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন