আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার ঘটেছে ‘টাইমড আউট’-এর ঘটনা। যা নিয়ে উত্তাল এখন বিশ্ব ক্রিকেট। সোমবার দিল্লিতে চলতি বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইম-আউট করে বাংলাদেশ। আউটটি আইনসিদ্ধ হলেও, এর আগে কখনও কোনও ব্যাটসম্যানকে টাইমড আউট হয়ে মাঠ ছাড়তে হয়নি।
শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ার পর কিছুটা দেরিতে মাঠে আসেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। তার পর হেলমেট সংক্রান্ত সমস্যার জন্য নির্ধারিত সময়ের মধ্যে (প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সেটা দু'মিনিট) স্ট্রাইক নিতে পারেননি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আউট করেছে বাংলাদেশ। আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন শাকিব আল হাসান। এবং আম্পায়ারও আউট দেন। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। শাকিবকে তুলোধনা করা হচ্ছে। তবে ম্যাথিউজের আউট প্রত্যাহার না করার জন প্রাথমিক ভাবে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের কোনও অনুশোচনা নেই।
আরও পড়ুন: যা ঘটল, তা মোটেও ভালো বিজ্ঞাপন নয়- ম্যাথিউজের টাইম-আউট নিয়ে গর্জে উঠল ক্রিকেট মহল
মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাস এবং রিচার্ড ইলিংওয়ার্থ- আইসিসি এলিট প্যানেলের দুই অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল, তাঁরা শাকিবকে দু'বার জিজ্ঞেস করেছিলেন যে, তিনি আবেদন প্রত্যাহার করতে চান কিনা, চতুর্থ আম্পায়ার, অ্যাড্রিয়ান হোল্ডস্টকও জানতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ অলরাউন্ডার তাঁর মত পরিবর্তন করেননি। নিট ফল, ম্যাথিউজ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে টাইম আউট হয়ে যান।
আরও পড়ুন: অষ্টম বারের চেষ্টায় ICC-র কোনও টুর্নামেন্টে লঙ্কাকে হারাল বাংলাদেশ, নজির গড়লেন শাকিবরা
আইসিসির প্লেয়িং কন্ডিশনের ৪০.১.১ ধারা অনুযায়ী, কোনও ব্যাটার যদি আউট হয়ে যান বা রিটায়ার্ড হয়ে যান, তাহলে নয়া ব্যাটারকে (নয়া ব্যাটার যদি স্ট্রাইকে থাকেন) দুই মিনিটের মধ্যে খেলতে হবে। অর্থাৎ স্ট্রাইক নিয়ে বল খেলতে হবে নয়া ব্যাটারকে। যদি সেই দু'মিনিটের সময়সীমা পেরিয়ে যায়, তাহলে তাঁকে আউট দেওয়া হবে। ‘টাইমড আউট’ হিসেবে তাঁকে আউট দেওয়া হবে বলে আইসিসির প্লেয়িং কন্ডিশনে জানানো হয়েছে।
শাকিবের দাবি, তিনি শুধু খেলার নিয়ম অনুযায়ী খেলছেন এবং যদি কারও কোনও সমস্যা থাকে, তাহলে তাঁর উচিত আইসিসি-র নিয়ম পরিবর্তন করতে বলা। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে শাকিব দাবি করেছেন, ‘আমি আম্পায়ারদের কাছে আবেদন করেছিলাম, আম্পায়ার আমাকে বলেছিলেন যে, আমি আবেদন প্রত্যাহার করব কিনা? আউট হয়ে যাওয়ার পর, কাউকে ফিরিয়ে আনাটা দৃষ্টিকটু লাগে। আমি তাই বলেছিলাম, ওর আউটের আবেদন প্রত্যাহার করব না।’ সঙ্গে ক্রিকেটের স্পিরিট প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘তাহলে আইসিসির উচিত, এটি খতিয়ে দেখা এবং নিয়ম পরিবর্তন করা।’
শাকিব আরও যোগ করেছেন, ‘এটা আইনে আছে। আমি জানি না, এটা ঠিক নাকি ভুল, তবে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। আর আমার দলকে জেতাতে যা করার, আমাকে সেটাই করতে হয়েছে।’