আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াডের আট সদস্য টুর্নামেন্ট শেষ হওয়ার পরেও ভারতেই থাকবেন। আসলে বিশ্বকাপের পর রোহিত শর্মার দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য তাঁদের থেকে যেতে হবে। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ১৫ জন সদস্যের নাম ঘোষণা করেছে, সেই দলে রয়েছেন বিশ্বকাপে খেলা ৮ তারকা।
২৩ নভেম্বর বিশাখাপত্তনমে শুরু হতে চলা পাঁচ ম্যাচের সিরিজের জন্য শনিবার অজিরা তাদের স্কোয়াডের নাম ঘোষণা করেছে। উইকেরক্ষক-ব্যাটার ম্যাথিউ ওয়েড দলকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পাদের এই ১৫ জনের দলে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
বিশ্বকাপ স্কোয়াডের সদস্য জোশ ইংলিস এবং শন অ্যাবট ও রিজার্ভ দলে থাকে তানভীর সংঘাও ভারতেই থাকবেন। আইপিএল তারকা টিম ডেভিড, ম্যাট শর্ট এবং ন্যাথান এলিস বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতে তাঁদের সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন: রিভিউয়ে বেঁচে যান শামসি, কপাল পোড়ে পাকিস্তানের, আম্পায়ার্স কল নিয়ে কী বললেন বাবর?
পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হোম টেস্টের প্রস্তুতির জন্য প্যাট কামিন্স বিশ্বকাপের সমাপ্তিতে দেশে ফিরবেন। প্রথম পছন্দের তারকা মিচেল স্টার্ক, জোশ হেজেলউড, মিচেল মার্শ এবং ক্যামেরন গ্রিন টি-টোয়েন্টি টিম থেকে বাদ পড়ায়, তারা বিশ্বকাপ শেষে কামিন্সের সঙ্গে দেশে ফিরে যাবেন।
অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি ভারতে খেলার জন্য নির্বাচিত স্কোয়াডে অভিজ্ঞতা এবং তরুণদের মিশ্রণে সন্তুষ্ট এবং বিশ্বাস করেন যে, ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ভালো ফল করবে দল। বেইলি বলেছেন, ‘এটি এমন একটি স্কোয়াড যেখানে অভিজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে প্রথম সুযোগ পেয়েছে, এমন প্লেয়ারের মিশ্রণ রয়েছে। এবং আমরা আশা করি যে, টি-টোয়েন্টি স্কোয়াডে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে আরও নতুন সদস্যের নাম যোগ হবে।’
আরও পড়ুন: এখনও সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান, দেখে নিন কোন সমীকরণে
তিনি আরও যোগ করেছেন, ‘ম্যাথু (ওয়েড) এর আগে দলের অধিনায়কত্ব করেছেন, ও গ্রুপের একজন নেতা এবং আমরা এই সিরিজের জন্য ওঁর নেতৃত্বে খেলতে দেখার অপেক্ষায় রয়েছি। এর আগে যেমন দক্ষিণ আফ্রিকা সিরিজে মিচ মার্শের নেতৃত্বেও দলকে খেলতে দেখেছি। এটি আমাদের আন্তর্জাতিক নেতৃত্বের অভিজ্ঞতা এবং গভীরতা বাড়াবে। ভারতের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে লড়াই করা সব সময়েই বড় চ্যালেঞ্জ। স্কোয়াডের বেশির ভাগেরই ভারতে খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে বর্তমান ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডের আট জন সদস্য রয়েছেন। সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসাবে তানভীরও রয়েছেন।’
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, ন্যাথান এলিস, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সংঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
সিরিরাজে সূচি:
প্রথম টি-টোয়েন্টি- ২৩নভেম্বর, বিশাখাপত্তনম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৬ নভেম্বর, তিরুবনন্তপুরম
তৃতীয় টি-টোয়েন্টি- ২৮ নভেম্বর, গুয়াহাটি
চতুর্থ টি-টোয়েন্টি- ১ ডিসেম্বর, নাগপুর
পঞ্চম টি-টোয়েন্টি- ৩ ডিসেম্বর, হায়দরাবাদ