কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তেমনই কিছু ঘটল ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলারের সঙ্গে। আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় সেমিফাইনাল হারের পরে জোস বাটলার স্বীকার করেছেন যে তিনি ম্যাচে একটা বড় ভুল করে ফেলেছিলেন। যেটা না করলে হয়তো তারা এই ম্যাচটা জিততেও পারত ইংল্যান্ড। আসলে গায়ানার পিচ যেভাবে নিজের চরিত্রকে সামনে তুলে ধরেছিল তাতে সকলেই বুঝে গিয়েছিলেন এই পিচে স্পিনাররা রাজত্ব করবে।
কী ভুল করেছিলেন জোস বাটলার?
এই সরল সত্যটা অবশ্য বুঝেছিলেন জোস বাটলারও, তাই তো তিনি লিভিংস্টোনকে বোলিংয়ে এনে আদিল রশিদের সঙ্গে আক্রমণে গিয়ে ভারতের বিরুদ্ধে বাজিমাত করতে চেয়েছিলেন। তবে এর মাঝে তিনিই ভুলেই গেলেন যে তাঁর দলে মইন আলির মতো স্পিনারও রয়েছেন। সেই কারণেই হয়তো মইন আলিকে এই ম্যাচে এক ওভারও বল কারননি তিনি। ম্যাচের পরে নিজের ভুল স্বীকার করলেন ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার।
ম্যাচের পরে কী বললেন বাটলার?
এই ম্যাচের পরে ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার স্বীকার করেছেন যে সেমিফাইনাল ম্যাচের সময় ভারত তাদের প্রতিটি বিভাগে হারিয়েছে এবং তাদের কাছ থেকে ম্যাচটি কেড়ে নিয়ে গিয়েছে। তবে টস জিতে বোলিং করার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেননি এবং বলেছিলেন যে এটি ফলাফলে খুব বেশি পার্থক্য গড়ে দেয়নি। জোস বাটলার বাটলার বলেছিলেন যে কঠিন পিচে ভারত ২০ থেকে ২৫ রান বেশি করেছে। তিনি বলেন, ‘এটি একটি কঠিন উইকেট ছিল যেখানে তারা ভালো ক্রিকেট খেলেছে। তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে এবং তারা জয়ের যোগ্য।’
আরও পড়ুন… IND vs ENG: ওদের ২০-২৫ রান বেশি করতে দিয়েছি, ওরা জয়ের যোগ্য: রোহিতদের কৃতিত্ব দিলেন বাটলার
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার ৫৭ রান এবং সূর্যকুমার যাদবের ৪৭ রানের সাহায্যে ভারত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল। জবাবে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের বোলিংয়ে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল। এই ম্যাচে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ এবং লিয়াম লিভিংস্টন তাদের আট ওভারের স্পেলে ৪৯ রান দিয়েছিলেন, কিন্তু বাটলার এই স্পিন-বান্ধব পিচে তার অফ-স্পিন অলরাউন্ডার মইন আলিকে বল করাননি। বাটলার এটাকে নিজের ভুল বলে মনে করেন।
আরও পড়ুন… ভারতীয় ফুটবল দলের কোচ হতে চান ভিয়েতনামের ‘আঙ্কেল পার্ক’! এই পদের জন্য জমা পড়ল ২১৪টি আবেদন
মইন আলিকে নিয়ে কী বললে বাটলার?
এদিনের ম্যাচের পরে জোস বাটলার বলেন, ‘আমাদের দুই স্পিনার ভালো বোলিং করেছে এবং পিচ যেভাবে স্পিন করছিল, তাতে আমার মইনকে নিয়ে আসা উচিত ছিল। তবে, বৃষ্টি আসা-যাওয়ায়, আমি ভেবেছিলাম, এতে অনেক পার্থক্য আসবে। তবে, সেটা হয়নি। বিশ্বাস করি না যে টস ম্যাচের ফলাফলের উপর কোন প্রভাব ফেলেছিল।’
তবে বাটলার তার দলের পারফরম্যান্সে গর্বিত। তিনি বলেন, ‘আমি সব খেলোয়াড়ের প্রচেষ্টার জন্য গর্বিত। এই প্রতিযোগিতার সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু দল হিসেবে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম। আমরা ভালো ক্রিকেট খেলেছি কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি।’