IND vs ENG T20 WC 2024 Probable Playing XI: বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। এই সময়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠার দিকে নজর থাকবে টিম ইন্ডিয়ার। গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে হেরে যাওয়া টিম ইন্ডিয়া শিরোপা থেকে দুই ধাপ দূরে রয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই মাঠে নামবে তাদের সেরা প্লেয়িং ইলেভেন নিয়ে। একটি ভুল পদক্ষেপ দলকে বেরিয়ে আসার পথ দেখাতে পারে। এটি টুর্নামেন্টের এমন একটি পর্যায় যেখানে কেউ ঝুঁকি নেবে না। এই ম্যাচটি হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।
আরও পড়ুন… ভারত-ইংল্যান্ড সেমিতে বৃষ্টির সম্ভাবনা! রিজার্ভ ডে নেই, ন্যূনতম ওভার খেলার নিয়মে রয়েছে বদল!
ভারতের দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই
ভারতীয় দল ভালো ছন্দে রয়েছে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ছাড়া অন্য কোনও ম্যাচে জিততে খুব বেশি ঘাম ঝরাতে হয়নি তাদের। ওয়েস্ট ইন্ডিজে পা রাখার পরে টিম ইন্ডিয়া তাদের প্লেয়িং ইলেভেন পরিবর্তন করেছিল। মাত্র একটি পরিবর্তন করেছিল তারা। সিরাজের জায়গায় কুলদীপকে একাদশে এনেছিলেন রোহিত শর্মা। তবে বিশেষজ্ঞরা মনে করেন সেমিফাইনালে কোনও পরিবর্তন করবেন না দ্রাবিড়-রোহিত। গায়ানায় সাহায্য পায় স্পিনাররা। ভারতের কাছে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার মতো দুর্দান্ত স্পিনার রয়েছে যাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।
আরও পড়ুন… SA vs AFG T20 WC 2024 Semi Final Live: ৯ উইকেটে জিতে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা
এমনকি ইংল্যান্ড দলও তাদের টিম নিয়ে পরীক্ষা করতে চাইবে না
ইংল্যান্ড দলের অবস্থাও একই রকম। বাটলাররা তাদের বিজয়ী দলের সংমিশ্রণ পরিবর্তন করতে চাইবেন না। ইংল্যান্ডের ব্যাটসম্যান জোস বাটলার, ফিলিপ সল্ট ও হ্যারি ব্রুক ভালো ফর্মে আছেন। আর স্পিনার হিসেবে তাদের সঙ্গে রয়েছে আদিল রশিদ ও মইন আলির মতো বড় নাম। দলটি তাদের আগের প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামবে যেটি আমেরিকার বিরুদ্ধে সুপার-৮ ম্যাচে মাঠে নেমেছিল।
আরও পড়ুন… Paris Olympics 2024: ভারতের ১৬ সদস্যের টিম ঘোষণা করল হকি ইন্ডিয়া! দলে একমাত্র গোলরক্ষক পিআর শ্রীজেশ
দুই দলের সম্ভাব্য প্লেয়িং একাদশ
ভারতীয় দলের সম্ভাব্য প্লেয়িং একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ড দলের সম্ভাব্য প্লেয়িং একাদশ:
জোস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, মইন আলি (সহ-অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, স্যাম কারান, জোফ্রা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, রিস টপলে।