নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে টস-ভাগ্য সঙ্গ দেয় ভারত অধিনায়ককে। রোহিত শর্মা টস জিতে প্রত্যাশা মতোই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
চলতি বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে চারটি লিগ ম্যাচ খেলা হয়েছে, তার তিনটিতে জিতেছে শুরুতে ব্যাট করা দল। আসলে ওয়াংখেড়েতে ফ্লাডলাইডে ব্যাট করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বকাপ ২০২৩-এর যে ম্যাচটিতে রান তাড়া করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া, সেটিও আফগানিস্তানের জেতাই উচিত ছিল বলে ধারণা ক্রিকেটপ্রেমীদের। একা গ্লেন ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি করে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান আফগানদের কাছ থেকে।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্তের পিছনে রোহিত আলাদা করে কোনও কারণ জানাননি। তবে এটা স্পষ্ট করে দেন যে, পিচে দেখে ভালো মনে হচ্ছে। যদিও তুলনায় স্লো পিচে যে সেমিফাইনাল খেলা হচ্ছে, সেই ইঙ্গিতও দিয়ে রাখেন হিটম্যান।
রোহিত বলেন, ‘দেখে মনে হচ্ছে ভালো পিচ। তুলনায় স্লো হবে বলেও মনে হচ্ছে। এই পিচে যাই করি না কেন, সেটা যথাযথ করতে হবে। ২০১৯ এর সেমিফাইনালেও আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলাম। নিউজিল্যান্ড সব থেকে ধারাবাহিক দলগুলির মধ্যে অন্যতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি। বিশষ এই দিনটিতে নিজেদের যথাযথ মেলে ধরা কতটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যে সব বিষয়গুলির উপরে নিয়ন্ত্রণ রাখা সম্ভব, তার উপর নিয়ন্ত্রণ রাখাটা জরুরি।’
নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসনও স্পষ্ট জানান যে, তিনিও টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। উইলিয়ামসন বলেন, ‘টস জিতলে আমরাও শুরুতে ব্যাট করতাম। পুরনো পিচে খেলা হচ্ছে এবং সন্ধ্যার দিকে শিশির পড়তে পারে বলেই এমন ভাবনা-চিন্তা ছিল। তবে চ্যালেঞ্জটা সামলাতে মুখিয়ে রয়েছি। আশা করছি দারুণ একটা ম্যাচ হবে। উভয় দলই আলাদা আলাদা পরিবেশে ক্রিকেট খেলেছে। তাছাড়া ভুলে যাওয়া উচিত নয় এটা নক-আউট ম্যাচ।’
ভারতের প্রথম একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ:-
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।