শুভব্রত মুখার্জি- বিশ্বকাপের ইতিহাসে বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবথেকে খারাপ ভাগ্য মনে হয় নিউজিল্যান্ড দলের সঙ্গী। না হলে গোটা টু্র্নামেন্টে ভালো খেলে ২০১৫ সালের ফাইনালে ভরাডুবি হয়েছিল তাদের। ২০১৯ সালেও বদলায়নি ছবি। সেবার বাউন্ডারি কাউন্টে দুর্ভাগ্যজনকভাবে হারতে হয়েছিল তাদের। আর ২০২৩ সালে এসেও বদলাল না ছবিটা। অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে এখন পর্যন্ত ওডিআই বা টি-২০ ফর্ম্যাটের বিশ্বকাপের ফাইনালে উঠেও অধরা থেকে গেল বিশ্বকাপের ট্রফি। ২০২৩ সালের চলতি ওডিআই বিশ্বকাপে ও সেমিফাইনালে ভারতের কাছে হেরে টু্র্নামেন্ট থেকেই বিদায় নিল নিউজিল্যান্ড। ম্যাচ শেষে হতাশ অধিনায়ক কেন উইলিয়ামসন জানালেন ভারতকে অভিনন্দন, গোটা টু্র্নামেন্ট জুড়ে ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে।
কেন উইলিয়ামসন ম্যাচ শেষে জানান, ‘প্রথমত ভারতকে অভিনন্দন। গোটা টু্র্নামেন্ট জুড়ে ওরা (ভারত) খুব ভালো ক্রিকেট খেলেছে। আর আজকে ওঁরা এই টু্র্নামেন্টে ওদের সেরা খেলাটা খেলেছে। আমাদের দলের ছেলেদের ও কৃতিত্ব দিতে হবে। ওরা বিশ্বের সেরা দল। আজকে সেরা খেলাটা খেলেছে ভারত। আমি গর্বিত যেভাবে আমাদের ছেলেরা ম্যাচে লড়াই করেছে। যেভাবে আমরা শেষ পর্যন্ত লড়াইতে টিকে ছিলাম তাতে আমি খুব খুশি। এতবড় রান তাড়া করাটা মুখের কথা নয়। তাও আবার সেমিফাইনালের মতন মঞ্চে। দলের ছেলেদের কুর্নিশ ওরা শেষ পর্যন্ত লড়াইটা ছাড়েনি।’
হতাশ কেন উইলিয়ামসন আরও জানিয়েছেন, ‘হতাশ, ফের একবার নক আউট পর্বে হেরে বেরিয়ে যাচ্ছি বলে। ভারত বিশ্বমানের দল। ওদের বিশ্বমানের ব্যাটাররা আজ নেমে অনবদ্য খেলা শুরু করে। ৪০০ রান তুলে ফেরে বোর্ডে। রান তাড়া করাটা সহজ ছিল না। বল বেশ মুভ করছিল। ভারতকে কৃতিত্ব দেব যে ওরা সব বিভাগেই আমাদেরকে মাত দিয়েছে। মাঠে আজ অসাধারণ দর্শক ছিল।তাদেরকেও ধন্যবাদ। যদিও তারা কিছুটা একপাক্ষিক সমর্থন করেছে। ভারতের বিশ্বকাপ আয়োজনে আমি খুশি। রাচিন এবং মিচেল এই বিশ্বকাপে আমাদের জন্য খুব স্পেশাল খেলেছে। বোলাররা মাঝে মধ্যে ভালো বল করেছে। আমরা প্রতি ম্যাচেই লড়াই করেছি। দলের পারফরম্যান্সে আমি গর্বিত।’