চমক বলে চমক! সেরা ফিল্ডারের মেডেল নিয়ে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের আবহ ক্রমশই উপভোগ্য হয়ে উঠছে। কোন ম্যাচে কার হাতে উঠবে পদক, তার থেকেও আকর্ষণীয় হয়ে দাঁড়াচ্ছে কীভাবে তা ঘোষণা করা হবে, সেই বিষয়টা।
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের মধ্যে এই বিশেষ পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে। প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে সাজঘরে ফিরে বেস্ট ফিল্ডারের মেডেলে স্বীকৃতি জানানো হয়। ফিল্ডিং কোচ টি দিলীপ ঘোষণা করেন সেই ম্যাচের সেরা ভারতীয় ফিল্ডারের নাম।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সেরা ফিল্ডারের মেডেল জেতেন বিরাট কোহলি। পরে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজাদের গলায় ঝুলেছে এই পদক। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের গ্রাউন্ড ফিল্ডিং ভালো হলেও সহজ ক্যাচ পড়েছে অন্তত তিনটি। যদিও তার মাঝেই ফিল্ডিংয়ে দুরন্ত অবদান রেখে সেরা ফিল্ডারের মেডেল জেতেন শ্রেয়স আইয়ার।
উল্লেখযোগ্য বিষয় হল, কখনও কোচ নিজের মুখে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেছেন, কখনও টেলিভিশনের পদায় ফুটে উঠেছে সেরা ফিল্ডারের নাম, কখনও আবার জায়ান্ট স্ক্রিনে চিহ্নিত করা হয়েছে বিজয়ীকে। রবিবার ধরমশালায় ভারতের সেরা ফিল্ডার ঘোষণায় ছিল রীতিমতো চমক। কেননা বোলিং কোচ তাঁর সংক্ষিপ্ত ভাষণে মহম্মদ সিরাজ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের প্রশংসা করেন। তবে কে জিতলেন পুরস্কার, সেটা জানার জন্য তিনি ক্রিকেটারদের ড্রেসিংরুমের বাইরে যেতে বলেন।
কোচের কথা মতো ভারতীয় তারকারা সাজঘর থেকে বেরিয়ে মাঠে আসেন এবং বুঝতে পারেন যে, স্পাইডার ক্যামে ঝুলছে বেস্ট ফিল্ডারের মেডেল।
কীভাবে ঘোষণা করা হয় নিউজিল্যান্ড ম্যাচের সেরা ভারতীয় ফিল্ডারের নাম, ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে
স্পাইডার ক্যাম ধীরে ধীরে নীচে নেমে এলে দেখা যায় একটি ছোট্ট বোর্ডে শ্রেয়স আইয়ারের ছবি দেওয়া রয়েছে। সুতরাং, বুঝে নিতে অসুবিধা হয় না যে, শ্রেয়সই জিতেছেন ভারত-নিউজিল্যান্ড ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার। বিরাট কোহলি, শুভমন গিলরা শ্রেয়সের গলায় পরিয়ে দেন পদক।
উল্লেখ্য, রবিবার ধরমশালায় ম্যাচের একেবারে শুরুতেই মহম্মদ সিরাজের বলে ডেভিন কনওয়ের দুরন্ত ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। তিনি বেশ কিছু রানও বাঁচিয়েছেন। শুভমন গিল ও রোহিত শর্মা ১টি করে অনবদ্য ক্যাচ ধরেন। বিরাট কোহলি একজোড়া ক্যাচ ধরেন ম্যাচে। একটি রান-আউট করেন কিপার লোকেশ রাহুল।