বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই বড় জয় ছিনিয়ে নিয়েছে ভারত। প্রথমে অস্ট্রেলিয়া, তার পর আফগানিস্তান বধ করে টিম ইন্ডিয়া। ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মা ব্রিগেড এখন আত্মবিশ্বাসী এবং ফুরফুরে।
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ চার উইকেট নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগে বুমরাহের এই সাফল্য তাঁকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে। তবে আমদাবাদে খেলতে নামার আগে বুমরাহ কিন্তু একেবারে আবেগহীন।
ভারতের তারকা পেসার তাদের নিজস্ব দলের শক্তির উপর ফোকাস করার এবং তাদের নিজস্ব গেম পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দিয়েছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তান নিয়ে কথা বলতে গিয়ে বুমরাহ বলেন, ‘দেখুন, প্রতিটি দলে ব্যাটসম্যান থাকবে, প্রতিটি দলের বোলার থাকবে। আমাদেরও ব্যাটসম্যান আছে, আমাদের বোলারও আছে। আমরা কোনও বিশেষ দলের জন্য বিশেষ কোনও প্রস্তুতি নিচ্ছি না। আমরা বরং অন্যদের চেয়ে নিজেদেরকে নিয়ে বেশি ভাবছি। কারণ আমরা বুঝতে পেরেছি যে, যদি আমাদের দলের উপর ফোকাস ঠিক রাখতে পারি, আমরা আমাদের শক্তির উপর ফোকাস করি, তবে বাকি সব কিছুই ঠিকঠাক এগোবে।’
আরও পড়ুন: ৪১ বছর আগের স্মৃতি উস্কে কোটলায় দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় ভারতের
বুমরাহ আফগানিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বুমরাহ বলেছেন, ‘আমি কন্ডিশন দেখি এবং সেই অনুযায়ী বল করি। এদিন আমরা অনুভব করেছিলাম যে, বলটি ব্যাটে সুন্দর ভাবে আসছে এবং আমরা আরও কঠিন লেন্থে বোলিং করার চেষ্টা করেছি। প্রাথমিক ভাবে উইকেটে কিছু সুইং ছিল এবং তার পরে আর উইকেট থেকে খুব বেশি কিছু পাওয়া যায়নি।’
ভারতের দ্রুত রান তোলার বিষয়ে বুমরাহের দাবি, নেট রানরেট নিয়ে কোনও আলোচনাই ড্রেসিংরুমে হয়নি। তিনি বরং উল্লেখ করেছেন, ‘রোহিত (শর্মা) এটি দ্রুত শেষ করেছে এবং এটি একটি বিস্ময়কর ছিল। ড্রেসিংরুমে নেট রানরেট নিয়ে কোনও আলোচনাই হয়নি।’
আফগানিস্তানকে হারিয়ে এবার ভারতীয় দলে উড়ে যাবে আমদাবাদে। সেখানেই শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে তারা। নিজের শহর আমদাবাদে গিয়েই বুমরাহ মায়ের সঙ্গে দেখা করতে চান। বলেছেন, ‘আমি আমার মায়ের সঙ্গে দেখা করব এবং এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমি আমদাবাদে টেস্ট খেলেছি। কিন্তু ওডিআই নয় এবং আমি নিশ্চিত এটা উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে।’