বিশ্বকাপের এখন মূল ফোকাসটাই শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। সেই নিয়ে চলছে বিস্তর জল্পনা। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে বুধবার বিকালেই আমদাবাদে পৌঁছে গিয়েছেন বাবর আজমরা। পাকিস্তান যখন আমদাবাদে পৌঁছে গিয়েছে, তখন দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ব্যস্ত ভারত। তবে ভারতের শুভমন গিল কিন্তু বাবরদের মতো বুধবারই আমদাবাদে পৌঁছান। তিনি সোজা চেন্নাই থেকে আমদাবাদ গিয়েছেন। এখন বড় প্রশ্ন হল, শুভমন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন কিনা!
ভারত-পাকিস্তান দুই দলই পরপর দুই ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। এখন দুই দলই চাইবে, নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম বারের মতো ভারতে এসে তাদের বিরুদ্ধে খেলবে পাকিস্তান।
দুই দেশের মধ্যে রাজনৈতিক কারণে উত্তেজনা থাকায়, নিরাপত্তা নিয়ে পাকিস্তান দলের একটি প্রাথমিক উদ্বেগ ছিল। তবে ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) এক সদস্য বলেছেন যে, বুধবার সন্ধ্যায় যখন পাকিস্তান আমদাবাদে পৌঁছেছিল, তখন টিম ম্যানেজমেন্ট তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি ছিল।
বিকাল ৪টের দিকে পাকিস্তানি খেলোয়াড়দের বিমানবন্দর থেকে বের করে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে বিশেষ ভিআইপি গেট দিয়ে। সাধারণ মানুষকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসন ঘোষণা করেছে যে, গুজরাট পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং হোম গার্ড সহ বিভিন্ন সংস্থার ১১,০০০ জনেরও বেশি কর্মী শহরে মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টিম হোটেল এবং তার আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: ৪১ বছর আগের স্মৃতি উস্কে কোটলায় দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় ভারতের
বাবর আজমরা বৃহস্পতিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনে নামবে। এদিকে ভারতীয় দল এদিন বিকেলে দিল্লি থেকে আমদাবাদে পৌঁছবে। পাকিস্তান ভারতে আসার পর থেকে হায়দরাবাদেই ছিল। সেখানেই নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে। এই প্রথম হায়দরাবাদের বাইরে অন্য কোনও জায়গায় ম্যাচ খেলবে পাকিস্তান টিম।
এদিকে পাকিস্তানের বহু সাংবাদিক এবং সমর্থকেরা এখনও ভারতে আসার ভিসা পাননি। কিন্তু সীমান্ত পেরিয়ে আমদাবাদে মহারণে উপস্থিত থাকবেন সে দেশের বোর্ড প্রধান জাকা আশরফ। তার আগে জানিয়ে দিতে ভোলেননি যে, পাকিস্তানের সাংবাদিকদের ভারতে আসা সময়ের অপেক্ষা। পাক বোর্ডের প্রকাশিত এক বিবৃতিতে পিসিবি প্রধান বলেছেন, ‘ভারতে যাওয়ার দিন পিছিয়ে বৃহস্পতিবার ভারতে যাচ্ছি। বিশ্বকাপ কভার করতে পাকিস্তানের সাংবাদিকদের ভারত-যাত্রা নিশ্চিত হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে পাকিস্তানের তারকা উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ানের চোট নিয়ে কিছুটা চাপে রয়েছেন বাবররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তাঁর বারবার ক্র্যাম্প হয়েছিল। তবে রিজওয়ান কিন্তু তার পরেও পাকিস্তান রেকর্ড রান তাড়া করতে নেতৃত্ব দিয়েছেন। এবং দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এদিকে ভারতের শুভমন গিলকে নিয়ে এখনও আশঙ্কা রয়েছে। ভারত, পাকিস্তান দুই দলই চাইবে, শনিবার তাদের সেরা একাদশ নামাতে।