ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারেননি, তবে মাঠে তার একটি ক্যাচ ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। সূর্যকুমার যাদব আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ম্যাচ শেষে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘তখন মনে হচ্ছিল ট্রফিটা ধরা যাচ্ছে না বরং বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে।’ সূর্যকুমারও ঘোষণা করেছেন যে তিনি তার শরীরে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটি ট্যাটু করাবেন।
ট্যাটু করাবেন সূর্য-
স্পোর্টস টুডে-র সঙ্গে আলাপকালে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে কথা বলেন সূর্যকুমার যাদব। তিনি জানান, ‘এটা এখন বলা সহজ, কিন্তু মনে হচ্ছিল ট্রফিটা বাউন্ডারি লাইন পেরিয়ে অন্য কারও কাছে চলে যাচ্ছে। কিন্তু সেই সময় বলটি বাউন্ডারি লাইনের বাইরে যাবে নাকি ছক্কা হবে তা ভাবিনি। আমার হাতে যা ছিল তাই চেষ্টা করেছি। হাওয়া এতে ভূমিকা রেখেছে। আমরা ফিল্ডিং কোচের সঙ্গে এই বিষয়ে (সীমানা রেখার কাছে ক্যাচ ধরা) অনেক অনুশীলন করেছি এবং এরকম অনেক ক্যাচ নিয়েছি।’
আরও পড়ুন… ভিডিয়ো: বার্বাডোজে ভারতের পতাকা পুঁতলেন, পিচের ঘাস খেলেন! জয়ের স্মৃতিকে এভাবেই ধরে রাখলেন রোহিত
সূর্যকুমার যাদব আরও বলেছেন যে তিনি শীঘ্রই তার শরীরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটি ট্যাটু করাবেন। সূর্যকুমার যাদব বলেন, ‘এই মুহূর্তে আমি তারিখ এবং ট্রফির ট্যাটু করাব। আমি এর আগে গত বছর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও এটির পরিকল্পনা করেছিলাম কিন্তু তা ঘটতে পারেনি। এবার আমরা সীমা অতিক্রম করেছি। এই দিনটি অনেক দিন মনে থাকবে। এটি আমার হৃদয়ের খুব কাছাকাছি, তাই আমি এটির কাছে রাখতে চাই। যখনই ট্যাটুটা করাব তখনই জানাব।’
সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন সূর্য-
এদিকে ভারতীয় ড্রেসিংরুমের সেরা ক্যাচের পুরস্কার জিতলেন সূর্যকুমার যাদ। অনেক ম্যাচ এবং অনেক ক্যাচ আছে যা ভোলা যায় না। কপিল দেব ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ভিভিয়ান রিচার্ডসের ক্যাচ ধরেছিলেন। ২০০৭ টি ২০ বিশ্বকাপের ফাইনালে, মিসবাহ উল হকের ক্যাচটি ধরেছিলেন শ্রীসান্ত এবং এখন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, ডেভিড মিলারের ক্যাচটি ধরেছিলেন সূর্যকুমার যাদব, যা ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাবে প্রমাণিত হয়েছিল। এগুলো এমন ক্যাচ যা সবসময় মনে থাকে। সূর্য সবচেয়ে বিপজ্জনক ক্যাচটি ধরলেন, যেখানে সামান্য ভুলও হলে সেটি একটি ছক্কা হতে পারত এবং ম্যাচের ফলাফল যে কোনও কিছু হতে পারত। এই শক্তিশালী ফিল্ডিং এবং ঐতিহাসিক ক্যাচের জন্য তিনি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ম্যাচের সেরা ফিল্ডারের পদক জেতেন।