সারা টুর্নামেন্টে নিখুঁত পারফর্ম্যান্স উপহার দেওয়া সত্ত্বেও তীরে এসে তরী ডোবে ভারতের। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা টিম ইন্ডিয়া বিশ্বকাপ ২০২৩-এর খেতাবি লড়াইয়ে হার মানে অস্ট্রেলিয়ার কাছে। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের এটা সুবর্ণ সুযোগ ছিল, সেটা ভারতীয় ক্রিকেটারদের থেকে ভালো আর কারাই বা বুঝবেন! স্বাভাবিকভাবেই ফাইনালে পরাজিত হওয়ার পরে হতাশায় ভেঙে পড়েন ভারতীয় তারকারা।
রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র তারকারা স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছেন। কেননা এটাই তাঁদের কেরিয়ারের শেষ ওয়ান ডে বিশ্বকাপ হতে পারে। ২০২৭ সালের পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত এই দলের কতজন ক্রিকেটার ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন, তা নিয়ে সংশয় দেখা দেওয়া স্বাভাবিক। তবে হতাশাটা কম নয় শুভমন গিলের মতো টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিরও।
গিলের এটাই কেরিয়ারের প্রথম ওয়ান ডে বিশ্বকাপ। অঘটন না ঘটলে তিনি যে ২০২৭ বিশ্বকাপেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন, সেটা একপ্রকার নিশ্চিত। সেই কারণেই চোয়াল শক্ত দেখাচ্ছে শুভমনের। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরের দিনে সমর্থকদের কাছে গিল অঙ্গীকার করেন যে, ট্রফি না জেতা পর্যন্ত তাঁদের লড়াই থামবে না।
সোমবার গিল সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ধন্যবাদ জানান চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য। টুইটারে তিনি লেখেন, ‘প্রায় ১৬ ঘণ্টা কেটে গিয়েছে। তবে কাল রাতের মতোই যন্ত্রণা অনুভব করছি। কখনও কখনও নিজেদের সবকিছু সঁপে দেওয়াও যথেষ্ট হয় না। লক্ষ্যের খুব কাছে গিয়েও থেমে যেতে হয়েছে আমাদের। তবে এই যাত্রায় প্রতিটি পদক্ষেপ আমাদের টিম স্পিরিট ও দায়বদ্ধতার স্বাক্ষর রাখে।’
গিল আরও লেখেন, ‘আমাদের অসাধারণ অনুরাগীদের জানাচ্ছি, চড়াই-উতরাইয়ে আপনাদের অটুট সমর্থন আমাদের কাছে সবকিছু। এটাই কিন্তু শেষ নয়। যতক্ষণ না জিতছি এই লড়াই থামবে না। জয় হিন্দ।’
উল্লেখ্য, রবিবার আমদাবাদে বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ষষ্ঠবার ওয়ান ডে বিশ্বকাপের খেতাব ঘরে তোলে অস্ট্রেলিয়া।
শুভমন গিল ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি মোটে ৪ রান করে সাজঘরে ফেরেন। শুভমন বিশ্বকাপ ২০২৩-এর ৯ ম্যাচে ব্যাট করে সাকুল্যে ৩৩১ রান সংগ্রহ করেন। তিনি ৪টি হাফ-সেঞ্চুরি করেন এবারের বিশ্বকাপে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে