শনিবার বিশ্বকাপের মহাযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানের জয় পেয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা অবস্থা হয় পাকিস্তানের ব্যাটারদের। ১৯১ রানে অলআউট হয়ে যায় বাবর আজমরা। চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াইয়ে জ্বলে ওঠেন জসপ্রীত বুমরাহ। ম্যাচ জুড়ে ৪২টি বল করেছেন তিনি। তার মধ্যে ৩২টি বলে কোনও রান করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তার মধ্যে রয়েছে আবার দুটি উইকেটও। ব্যাট হাতে বিরাট কোহলি, রোহিত শর্মার জ্বলে যেমন উঠেছেন তেমনভাবেই এই ম্যাচে ফের নিজের জাত চিনিয়েছেন বুমরাহ।
বিশ্বকাপের এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ভারত। তিনটে ম্যাচেই জয় পেয়েছে তারা। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শতরান করেন। সেই ম্যাচে চার উইকেট নেন বুমরাহ। দিল্লির কঠিন পিচে যেখানে প্রায় প্রত্যেক বোলারই মার খাচ্ছিলেন সেই জায়গায় ৪ উইকেট তুলে নেওয়ার প্রশংসা করা হয়েছে সর্বমহলে। ভারতীয় বোলারদের সামনে পাকিস্তানের ব্যাটাররা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন বলে মনে করেছিলেন সকলে। সেই জায়গায় সুযোগই দেননি বুমরাহরা। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নিতে এসে বুমরাহ বলেন, 'এটা আমার কাছে দারুণ ব্যাপার। সাধারণত যে কোনোও বোলার যত তাড়াতাড়ি সম্ভব উইকেট বুঝে নেওয়ার চেষ্টা করে। আমরা বুঝতে পেরেছিলাম যে উইকেট ধীরগতির। তাই আমরা হার্ড লেন্থে বল করতে চেয়েছিলাম।'
এরপরে বুমরাহ জানান কি করে তিনি এত তাড়াতাড়ি পিচের চরিত্র বুঝতে পারেন। এর জন্য ছেলেবেলায় তাঁর কৌতুহল মনের কথা জানিয়েছেন তিনি। জসপ্রীত বলেন, 'পিচের চরিত্র বোঝার জন্য আমি খুব সচেতন থাকি। তবে ছেলেবেলায় আমি এই বিষয়ে আমার সিনিয়রদের অনেক প্রশ্ন করতাম। সেই বিষয়টায় এখন আমাকে সাহায্য করছে। আমার সিনিয়ররা তখন একই প্রশ্নে হয়তো বিরক্ত হয়ে উঠতো। কিন্তু সেইগুলোই এখন আমাকে উইকেট পেতে সাহায্য করে যাচ্ছে।'
ধীরে ধীরে বড় রানের দিকে যাওয়া পাকিস্তান ব্যাটার মহম্মদ রিজওয়ানকে ৪৯ রানে আউট করেন তিনি। সেই বলটি স্লোয়ার অফ কাটার করেন তিনি। এই বিষয়ে ম্যাচের সেরা খেলোয়াড় বলেন, 'আমি দেখছিলাম জাদেজার বল অল্প টার্ন করছে। সেই থেকেই আমি স্লোয়ার অফ কাটার করি সেখানেই সাফল্য আসে।' পাকিস্তানের বিরুদ্ধে আটটি ম্যাচের মধ্যে আটটিতে জয় পেল ভারত। এই জয়ের সঙ্গে সঙ্গে আইসিসির একদিনের পুরুষ দলের ব়্যাঙ্কিং এক নম্বর স্থান ধরে রেখেছেন রোহিত শর্মারা। অন্যদিকে বিশ্বকাপের পয়েন্ট তালিকাতেও প্রথম স্থানে চলে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল।