বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > 'Pakistan Jeetega' Chants in Hyderabad stadium: ‘জিতেগা পাকিস্তান’, স্লোগান উঠল হায়দরাবাদের স্টেডিয়ামে, ভাইরাল ভিডিয়ো

'Pakistan Jeetega' Chants in Hyderabad stadium: ‘জিতেগা পাকিস্তান’, স্লোগান উঠল হায়দরাবাদের স্টেডিয়ামে, ভাইরাল ভিডিয়ো

শ্রীলঙ্কাকে হারানোর পর মহম্মদ রিজওয়ান। (ছবি সৌজন্যে এএফপি)

'জিতেগা ভাই জিতেগা, পাকিস্তান জিতেগা' - স্লোগান উঠেছে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। এমনই দাবি করলেন এক নেটিজেন। তাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তারইমধ্যে হায়দরাবাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বাবর আজমরা।

এবার বিশ্বকাপে হায়দরাবাদে দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। নিজামের শহরে যেরকম আতিথেয়তা মিলেছে, তাতে আপ্লুবত বাবর আজমরা। হায়দরাবাদ ছাড়ার আগে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘অভাবনীয় সমর্থনের জন্য ধন্যবাদ হায়দরাবাদ।’ তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিয়োয় দাবি করা হয়েছে, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের মধ্যেই হায়দরাবাদের গ্যালারিতে 'জিতেগা ভাই জিতেগা, পাকিস্তান জিতেগা' স্লোগান উঠেছে। যে স্লোগান নিয়ে দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে নেটপাড়া।

কী হয়েছে বিষয়টা? মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে (উপ্পল) শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়ে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। তারইমধ্যে আদিত্য নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন) একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, ‘হায়দরাবাদ স্টেডিয়ামে জিতেগা ভাই জিতেগা, পাকিস্তান জিতেগা স্লোগান শোনা গেল। প্রাথমিকভাবে তাঁরা (দর্শকদের একাংশ) সেই স্লোগান দেননি। তবে ডিজে বলেন যে জিতেগা ভাই জিতেগা এবং সেখানেই থেমে যান। বিখ্যাত স্লোগান শেষটা কী হবে, সেটা দর্শকদের উপরই ছেড়ে দেন। ডিজের কারণে প্রায় এক মিনিট চলে সেই স্লোগান।’

ওই নেটিজেনের পোস্ট করা ভিডিয়োর অবশ্য সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। যিনি পরবর্তীতে আরও একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেন। তাতে তিনি দাবি করেন, ‘যে দর্শকরা শ্রীলঙ্কাকে সমর্থন করছিলেন, তাঁদের অধিকাংশই ম্যাচ শেষ হওয়ার আগে স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছেন। যে দর্শকরা মাঠে থেকে যান, তাঁদের অধিকাংশই পাকিস্তানের দুর্দান্ত জয় উদযাপন করেন। যে পাকিস্তান ৩৪৫ রান তাড়া করে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে।’

আরও পড়ুন: PAK vs SL: ব্যর্থ বাবর, তাও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতল পাকিস্তান

এমনিতে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচই হায়দরাবাদে খেলেছে পাকিস্তান। দুটি ম্যাচেই জয় পেয়েছে। এবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবেন মহম্মদ রিজওয়ান, আবদুল্লা শফিক, শাহিন শাহ আফ্রিদিরা। হায়দরাবাদে তাঁরা যে অভ্যর্থনা পেয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন। মঙ্গলবার শ্রীলঙ্কার ম্যাচের পরে ‘এক্স’-এ একটি ভিডিয়ো পোস্ট করে পাকিস্তান ক্রিকেট টিমের ম্যানেজার রেহান-উল-হক বলেন, ‘(আমাদের) দলকে সমর্থন করার জন্য হায়দরাবাদকে ধন্যবাদ। স্টেডিয়ামে যেভাবে সমর্থন মিলেছে এবং বরাবরের মতো যেভাবে হোটেলে অভ্যর্থনা জানানো হয়েছে, তা দুর্দান্ত। পরবর্তী ডেস্টিনেশন- আমদাবাদ।’

উল্লেখ্য, মঙ্গলবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩৪৪ রান তোলে শ্রীলঙ্কা। ৭৭ বলে ১২২ রান করেন কুশল মেন্ডিস। ৮৯ বলে ১০৮ রান করেন সাদিরা সমরাবিক্রম। সেই রান তাড়া করতে নেমে শুরুতে খেই হারিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু আবদুল্লা শফিকের ১১৩ রান এবং রিজওয়ানের অপরাজিত ১৩১ রানের উপর ভর করে ছয় উইকেটে জিতে গিয়েছেন বাবররা। সেইসঙ্গে তাঁরা রেকর্ড গড়ে ফেলেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়েছেন।

আরও পড়ুন: Abdullah Shafique in PAK vs SL: ঘরোয়া ক্রিকেটে গড় ১৯! সেই আবদুল্লাই বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরি করে গড়লেন ইতিহাস

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

'ডাক্তারদের ১০টির মধ্যে ৭ দাবিই পূরণ রাজ্যের', দ্রোহের কার্নিভালে মুখ্যসচিবও? 'জি লে জারা' কবে আসছে? ভক্তদের প্রশ্নের জবাবে এবার কী জানালেন আলিয়া? বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট বিরাটের রানের খিদেটা এখনও আগের মতোই রয়েছে: কোহলির সমালোচকদের একহাত নিলেন গম্ভীর ‘দ্বিতীয় বউ হবেন নাকি দেহব্যবসা করবেন’ জাকির নায়েকের মন্তব্যে রেগে আগুন আলি জাফর ক্ষতির মুখে! ধর্মা প্রোডাকশন কিনে নিচ্ছে রিলায়েন্স? তবু করণ জোহর বলছেন… ‘অনেক বই পড়ে, যুক্তি তর্ক শুনেই মুসলমান হয়েছি’, সাফ কথা সারার ডিভোর্স জল্পনার মাঝে একফ্রেমে হাসিখুশি! জানেন অভিষেকের চেয়ে বয়সে কত বড় ঐশ্বর্য? ‘গালাগালি হল লঙ্কার মতো’, ঘুরিয়ে কৌতুকশিল্পীদের কি অপমান করলেন জাভেদ আখতার গভীর রাতে আগুন সিংটাম চা বাগানে, পুড়ে ছাই শতাব্দী প্রাচীন ম্যানেজারের বাংলো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.