বাংলা নিউজ > ক্রিকেট > World Cup > ICC ODI WC: কেন কুলদীপ ভারতের ট্রাম্পকার্ড, আইপিএলের প্রসঙ্গ তুলে বোঝালেন আগারকর

ICC ODI WC: কেন কুলদীপ ভারতের ট্রাম্পকার্ড, আইপিএলের প্রসঙ্গ তুলে বোঝালেন আগারকর

রোহিত শর্মা ও অজিত আগারকর। ছবি- এপি (AP)

ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন কুলদীপ যাদব। তবে একটা সময় দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তা নিয়ে একেবারেই ভাবছেন না জাতীয় নির্বাচক প্রধান। বরং কুলদীপকে ভারতীয় দলের ট্রাম্পকার্ড মনে করছেন তিনি।

এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন কুলদীপ যাদব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি। কুলদীপ যে বিশ্বকাপে ভারতীয় দলের অটোমেটিক চয়েজ তা বলার অপেক্ষা রাখে না। ফলে স্বাভাবিক ভাবেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন এই স্পিনার। কিন্তু একটা সময় দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন কুলদীপ। এমনকী কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীনও রিজার্ভ বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে তাঁকে।

কিন্তু তারপরই দিল্লি ক্যাপিটালস কুলদীপকে নিজেদের সংসারে নেয়। জন্ম হয় নতুন কুলদীপ যাদবে। অফ ফর্ম কাটিয়ে সমহিমায় ফিরে আসেন তিনি। একবারের জন্যও মনে হয়নি এই প্লেয়ার এতদিন দলের বাইরে ছিলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যান্স করায় দরজা খুলে যায় ভারতীয় দলের। ফলে এই মুহূর্তে টিম ইন্ডিয়াকে ভরসা দিচ্ছেন তিনি। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কুলদীপ। বিশ্বকাপে তিনি যে বেশ বড় ভূমিকা পালন করতে পারেন, এমনটাই মনে করছে ভারতীয় দল।

এই কুলদীপকেই খুব কাছ থেকে দেখেছেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকর। কারণ তিনি দিল্লি দলের সহকারী কোচ ছিলেন। কুলদীপের ফর্মে ফিরে আসার সাক্ষী তিনি। কুলদীপ যে ভারতীয় দলের ট্রাম্প কার্ড তা বলতে ভুললেন আগারকর। জাতীয় নির্বাচক কিমিটির প্রধান বলেন, 'আমি কুলদীপের সঙ্গে আইপিএলে অনেকটা সময় কাটিয়েছি। ও বিশেষ দক্ষতা সম্পন্ন একজন ক্রিকেটার। সেই জন্যই ওকে দলে রাখা হয়। প্রত্যেককেই বিশ্বাস করতে হবে, বোর্ড এবং নির্বাচক কমিটি যা করছে তা ভারতীয় দলের স্বার্থেই করছে। আমি মনে করি কুলদীপ ট্রাম্পকার্ড আমাদের জন্য। বেশিরভাগ দলই ওকে চ্যালেঞ্জ মনে করছে। সামনে যা আছে তার জন্য আমরা সবাই উত্তেজিত। বিশেষ বিশ্বকাপে কুলদীপের ওপর ভরসা রাখা হয়েছে। সেই জন্যই দলে রয়েছে।'

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লম্বা সফরের পর এশিয়া কাপে খেলতে হয়েছে কুলদীপকে। দুই সিরিজেই ভালো পারফরম্যান্স করেন কুলদীপ। আর তাতে ভর করেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। অবশ্য বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজের প্রথম দুই ম্য়াচে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়রদের। তৃতীয় ওডিআইতে তারা ফিরবেন। একই ভাবে কুলদীপকেও বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম দুই ম্য়াচে। তিনিও ফিরবেন তৃতীয় ওডিআইতে।

বন্ধ করুন