গত আইপিএলে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন আফগানিস্তানের পেসার নবীন-উল-হক। রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম লখনউ সুপার জায়ান্ট ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় আফগান পেসারকে। জল অনেক দূর গড়ায়। ম্যাচ শেষে হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। নবীনের পাশাপাশি গৌতম গম্ভীরের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিরাট। আইপিএলে সেই ঘটনা এখনও সবার মনে রয়েছে। অনেকের বিরাটের সমালোচনা করেন। তবে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হন নবীন এবং গম্ভীর।
আইপিএল শেষ হয়েছে প্রায় ৫ মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে। বর্তমানে ক্রিকেট বিশ্ব মজে ওডিআই বিশ্বকাপ জ্বরে। অনেকেরই হয়তো সেই ঘটনার কথা মনে নেই। তবে বিশ্বকাপের শুরুর দিকে ভারত এবং আফগানিস্তান একে অপরের মুখোমুখি হয়। সেই মঞ্চেই আইপিএলে ঝামেলায় জড়ানো দুই ক্রিকেটারকে দেখা যায়। তবে এবার একেবারে অন্য মেজাজে। বিরাট এবং নবীন দুজনেই একে অপরের সঙ্গে কথা বলেন। হাসতে দেখা যায় এই দুই ক্রিকেটারকে। ভারত বনাম আফগান ম্যাচে এই দুই ক্রিকেটারের দিকে নজর ছিল প্রত্যেকের। ঝামেলায় জড়ানোর পর তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ফলে এই ম্যাচেও একই ঘটনা ঘটবে নাকি। কিন্তু তার কোনওটাই হয়নি। বরং সবাইকে অবাক করেছে একে অপরের সঙ্গে কথা বলতে দেখে।
ভারত-আফগান ম্যাচে বিরাটের সঙ্গে ঠিক কী কথা হয়েছিল নবীনের, অবশেষে তা প্রকাশ্যে এল। তাও আবার সেই নবীনই প্রকাশ্যে আনলেন। লখনউ সুপার জায়ান্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে এনেছেন তিনি। সেই ভিডিয়োতে নবীনকে বলতে শোনা যাচ্ছে, বিরাট নাকি তাঁকে বলেছেন, যা হয়ে গিয়েছে ভুলে যাও। হ্য়াঁ, এটাই নবীনকে বলেন বিরাট। সেই সাক্ষাৎকারে আফগান পেসার বলেন, 'বিশ্বকাপে বিরাটের সঙ্গে যখন দেখা হল, তখন আমি বোলিং করছিলাম। তখনই ও আমায় বলল, যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। বাদ দাও ভাই। আমরা দুজনেই কথা বলি এবং হাসি।'
এবারের বিশ্বকাপে আফগানিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলেছে। যদিও তারা সেমি ফাইনালে জায়গা করে নিতে পারেনি। হেভিওয়েট দলকে তারা হারিয়েছে। ভারতে তারা অনেক সমর্থন পেয়েছে। সেই নিয়ে মুখ খোলেন নবীন। তিনি বলেন, 'আমি ভারতের বিরুদ্ধে খুব কম ম্যাচ খেলেছি। এখানে যা সমর্থন আমরা পেয়েছি, তা সত্যি বলে বোঝাতে পারব না। আমার মনে হয়, ভারতের যেখানেই খেলি না কেন, সেটাই আমাদের হোম গ্রাউন্ড।'