শুভব্রত মুখার্জি:- বর্তমানে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গতবছর ওডিআই বিশ্বকাপে ভারতের মাটিতে গ্রুপ পর্বেই হেরে ছিটকে গিয়েছিল ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা।এই বছরে টি-২০ বিশ্বকাপে ও তাদের সঙ্গে এক ঘটনা ঘটেছে। ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল এবার ছিল গ্রুপ-ডি'তে। সেখানে তাদের সঙ্গে ছিল দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেপালের মতন দলগুলো। এখানে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে তাদের ছিটকে যেতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আরও পড়ুন… ডোপ টেস্টে ব্যর্থ! বিপদের মুখে জ্যাভলিন থ্রোয়ার ডিপি মনুর Paris Olympics 2024-এর স্বপ্ন
এরপরে দেশে ফিরে এসেছেন তারা। দেশে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই জাতীয় দলের কোচিং স্টাফ থেকে ইস্তফা দিয়েছেন তাদের প্রাক্তন তারকা মাহেলা জয়াবর্ধনে। পরামর্শদাতা কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। জানা যাচ্ছে জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটার। বুধবারেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন জয়াবর্ধনে।
আরও পড়ুন… T20 WC 2024: এটা তো ভারতের টুর্নামেন্ট- ইংল্যান্ড হারতেই পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মাইকেল ভন
শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জয়াবর্ধনে তাঁর সময়কালে জাতীয় দলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরিকাঠামো গতভাবে বিভিন্ন পরিবর্তন তিনি করেছেন। জাতীয় দলের ইকো সিস্টেমে তিনি অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছেন। শ্রীলঙ্কার হাই পারফরম্যান্স সেন্টারের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট এই মুহূর্তে তাঁকে শুভেচ্ছা জানায় তাঁর আগামী দিনের জন্য। তাঁর সার্ভিসের জন্য তাঁকে ধন্যবাদ জানায় শ্রীলঙ্কা ক্রিকেট। তাঁর সময়কালে জাতীয় দলের জন্য যে সময় তিনি ব্যয় করে দলের উন্নতি ঘটিয়েছেন তাতে খুশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।’
আরও পড়ুন… Copa America 2024: বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টারে উরুগুয়ে, পানামার কাছে আটকে চাপে USA
২০২২ সালে এই কোচিং পদে দায়িত্ব নেন মাহেলা জয়াবর্ধনে। এরপর তাঁর সময়কাল আরো একটি বছরের জন্য বৃদ্ধি করা হয়। ৪৭ বছর বয়সী তারকা এবার ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থতার পরেই দায়িত্ব ছেড়ে দিলেন। ২০২২ সালে শ্রীলঙ্কার অত্যন্ত খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে তাঁর প্রশিক্ষণে মেন্ডিসরা এশিয়া কাপ জিতেছিল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দেয় তারা । গত বছরও ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল তারা। যদিও ভারতের কাছে বাজেভাবে হারতে হয় তাদের। এ ছাড়া দেশে ও বিদেশে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ এই সময়কালে জিতেছে শ্রীলঙ্কা দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ও বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট সিরিজ জয় এর মধ্যে ছিল উল্লেখযোগ্য।