শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পর্ব। শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং পাকিস্তান। আর এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং মহম্মদ রিজওয়ান এবং বাবর। শতরান করেন রিজওয়ান। যদিও এই ম্যাচ জিততে পারেনি পাক শিবির। তবে এই ম্যাচের শেষে কিছুটা হলেও বিতর্কের মুখে পড়লেন রিজওয়ান। শুধু তাই নয়, ভুল ইংলিশ বলে হাসির খোরাকও হতে হল তাকে। কেউ নিজের মন্তব্যের জন্য, আবার কেউ ভুল ইংলিশ বলার জন্য হয় ভাইরাল। আগে ছিলো উমর আকমল। এবার তাঁরই জায়গা নিলেন পাকিস্তানের আরেক প্লেয়ার এবং আজকের দিনে একজন বিধ্বংসী ব্যাটার মহম্মদ রিজওয়ান।
কি বললেন তিনি? কেন হতে হলো তাঁকে হাঁসির খোরাক? শুক্রবার পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচে একটি দারুন ব্যাটিং পারফরমেন্স করেন বাবর আজম ও মহাম্মদ রিজওয়ান। ওপেনাররা প্যাভিলিয়ন শীঘ্রই চলে গেছিলেন। তারপরই রিজওয়ান ও বাবার একটি পার্টনারশিপ গড়েন যার সুবাদে পাকিস্তান একটি বড় রান টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। এই বিষয় রিজওয়ানকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘বাবর আর আমার কেমিস্ট্রিও এক, ফিজিক্সও এক।’ এটি বলার সঙ্গে সঙ্গেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। এবং ট্রোল করা শুরু হয় রিজওয়ানকে। কোনও কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জিজ্ঞেস করে ‘অংকটা কি?’, ‘অন্য বিষয়গুলি কোথায়?’ বা ‘এরাই সব লেজেন্ড’।
উল্লেখ্য, গতকাল পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে প্রথমে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৪৫ রান তোলে পাকিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৩ ওভার ৪ বল খেলে প্রয়োজনীয় রান তুলে নেয়। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন রচিন রবীন্দ্র। তিনি করেন ৯৭। এই জয়ের সুবাদে মনোবল তুঙ্গে কিউইদের।
অন্যদিকে, পাহাড় প্রমাণ রান করেও হেরে যাওয়ায় বিশ্বকাপের আগে চাপে পাকিস্তান। পাকিস্তানের বোলাররা বিধ্বংসী পারফরমেন্স দেখালেও, ওয়ার্ল্ড কাপের আগে এরকম হার চিন্তায় রাখবে সবুজ শিবিরকে। ঠিক একইভাবে ব্যাটিং নিয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের মূল পর্বের আগে এই জয়, নিউজিল্যান্ডকে ভালো পারফর্ম করতে সাহায্য করবে।