বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC ODI WC 2023: আমার দেখা সেরা ফিনিশর ধোনি, বিশ্বকাপে নামার আগে অকপট অজি তারকা

ICC ODI WC 2023: আমার দেখা সেরা ফিনিশর ধোনি, বিশ্বকাপে নামার আগে অকপট অজি তারকা

মহেন্দ্র সিং ধোনি। ছবি- টুইটার

বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। তার এক অনুষ্ঠানে প্রশ্নত্তোর পর্বে সামনাসামনি হন ডেভিড ওয়ার্নার। আর সেখানেই তাঁর সেরা ক্রিকেটারদের নাম বলেন তিনি।

আর মাত্র চার দিন। তারপরেই এই বছরের একদিন ক্রিকেট বিশ্বকাপের প্রথম বল গড়াবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারীর প্রায় প্রতিটি দল ভারতে পৌঁছে গিয়েছে। প্র্যাকটিস ম্যাচও খেলতে শুরু করেছে তারা। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া তারকা বেটার ডেভিড ওয়ার্নার মুখোমুখি হয় জিও সিনেমার। সেখানেই ভারতের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বের সেরা ফিনিশর তকমা দিলেন অস্ট্রেলিয়া দলের এই তারকা ব্যাটার।

জিও সিনেমার সঙ্গে কথা বলার সময় ওয়ার্নারের সামনে ঝটপট উত্তর দেওয়ার জন্য কয়েকটি প্রশ্ন রাখা হয় আয়োজকদের পক্ষ থেকে। সেখানেই তাকে প্রশ্ন করা হয় বিশ্বের সেরা ফিনিশর হিসেবে তিনি কাকে মনে করেন।

সঙ্গে সঙ্গেই ডেভিড উত্তর দেন মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের ইতিহাসের সেরা ফিনিশর। অন্যদিকে সর্বকালীন সেরা ক্রিকেটার হিসেবে তিনি বেছে নেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিসকে। এই আলোচনা পর্বে ক্রিকেটের বিভিন্ন দিক থেকে শুরু করে ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসার দিকও উঠে আসে। এই প্রশ্ন উত্তর পর্বে ওয়ার্নার জানান তিনি তার ক্রিকেট জীবনে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্নের আদর্শ হিসেবে দেখেছেন। ডেভিড বলেন, 'প্রথমে আমি লেগ স্পিনার হতে চেয়েছিলাম। শেন ওয়ার্ন, বিলকিস রিকি পন্টিংদের আমি আমার আদর্শ হিসেবে মনে করি। ওরা খেলায় যেভাবে নিজেদের অবদান রাখে আমি সেই ভাবেই খেলতে চাই। অ্যাডাম অস্ট্রেলিয়ার ক্রিকেটের আক্রমণাত্মক ওপেনার অন্যদিকে রিকি পন্টিং অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়।'

এরপরেই তিনি জানান, জ্যাক ক্যালিসকে তিনি ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে মনে করেন। তিনি বলেন, 'কোনও রকম সন্দেহ না রেখেই বলতে পারি জ্যাক ক্যালিস সর্বকালের সেরা ক্রিকেটার।' এরপরেই মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ উঠে আসে। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারের থেকে জানতে চাওয়া হয় ধোনিকে সেরা ফিনিশার হিসেবে তিনি মানেন কিনা। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বন্যার উত্তর দেন, 'হ্যাঁ! আমার মতে ধোনি বিশ্বের সর্বকালের সেরা ফিনিশর।'

২০১৫ সালে আরও একবার একদিনের বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া দল। সেই দলের অংশ ছিলেন ডেভিড। সেই কথাই উল্লেখ করে তিনি বলেন, 'আমার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ।' এছাড়াও তিনি জানিয়ে যান যদি আগের ক্রিকেটে ফিরে যাওয়া যায় তাহলে সচিন টেন্ডুলকরের সঙ্গে একদিনের ক্রিকেটের ওপেন করতে চান। অন্যদিকে টেস্ট ক্রিকেটে ওপেনের জন্য বীরেন্দ্র সেহবাগ ও ম্যাথিউ হেডেন কে বেছে নিয়েছেন তিনি। ক্রিকেটার না হলে তিনি মহাকাশচারী হতেন সে বিষয়েও উল্লেখ করেন। ভারতীয় খাবারের মধ্যে হায়দরাবাদি বিরিয়ানি তার ভালো লাগে বলে জানান। এছাড়াও অন্য অর্জনের সঙ্গে জিন্স বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার দলের এই তারকা ব্যাটার।

ক্রিকেট খবর

Latest News

রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের? ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.