টানা দুই ম্যাচ হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে অবিস্মরণীয় জয় পেয়ে অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। গড়েছিল ইতিহাস। সেই ম্যাচে রহমানউল্লাহ গুরবাজ একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন। প্রথম উইকেটে তিনি ঝড় তুলে ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে ১১৪ রানের পার্টনাশিপ গড়েছিলেন। নিজে ৫৭ বলে ঝকঝকে ৮০ করে রানআউট হয়ে যান। তবে এমন ইনিংস খেলার পরেও তাঁকে শাস্তির কবলে পড়ে হয়েছে।
আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ব্যাটের অপমান করার জন্য তাঁকে শাস্তি দিল আইসিসি। আসলে দুরন্ত ছন্দে থাকার সময়ে, রান আউট হওয়াটা হজম করতে পারেননি গুরবাজ। হতাশা থেকেই ব্যাট দিয়ে বাউন্ডারির দড়িতে মারেন তিনি। তার পর ডাগআউটে থাকা একটি চেয়ারেও ব্যাট দিয়ে আঘাত করেন। আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের বা কোনও সরঞ্জামের অপমান করা নিয়মবিরুদ্ধ। আর আউট হওয়ার বিরক্তিতে সেটাই করে বসেন গুরবাজ। যার জেরে শাস্তি পেতে হল তাঁকে। গুরবাজ একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। প্রসঙ্গত, দু'বছরের মধ্যে চারটে ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত করা হয়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রবিবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচে ব্যক্তিগত সেঞ্চুরির লক্ষ্যে এগোচ্ছিলেন গুরবাজ। ইনিংসের ১৯তম ওভারে গুরবাজ তখন দুরন্ত ছন্দে আফগানিস্তানের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময়ে দলের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফিরতে হয় তাঁকে। সেখানে সিঙ্গেল না থাকলেও, অধিনায়কের ডাকে সাড়া দিয়ে দৌড়ান গুরবাজ। এবং তিনি রান আউট হয়ে যান। সেঞ্চুরির থেকে ২০ রান আগে থেমে যান গুরবাজ। যার জেরেই বিরক্তি প্রকাশ। আর তাতেই পেলেন শাস্তি।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ নম্বর ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক আর মাঠের সরঞ্জামের অবমাননার জেরে সর্বনিম্ন শাস্তি তিরস্কার করা ছেড়ে দেওয়া হয় ক্রিকেটারদের। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। সঙ্গে এক বা দুই ডিমেরিট পয়েন্ট। ম্যাচ রেফারি জেফ ক্রো তাঁকে আনুষ্ঠানিক ভাবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ফলে সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন তিনি।
অবশ্য গত ২৪ মাসের মধ্যে গুরবাজের এটিই প্রথম শাস্তি। তাই আপাতত এই শাস্তি নিয়ে চাপ নিচ্ছেন না গুরবাজ। বুধবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান পরের ম্যাচ খেলবে। ইংল্যান্ডকে হারিয়ে টগবগ করে ফুটছে রশিদ খান, মুজিব উর রহমনরা। আত্মবিশ্বাসে ভরপুর গোটা দল।