ক্রিকেট বা যে কোনও খেলার ক্ষেত্রেই, এমন কিছু মুহূর্ত থেকে যায়, যা ভক্তদের স্মৃতিতে চিরকাল জায়গা করে নেয়। এমনই কিছু স্মৃতি ২০১৯ ওডিআই বিশ্বকাপেও রয়েছে। যেমন- সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমএস ধোনির রানআউট বা ফাইনালে বেন স্টোকসের দুর্ঘটনাবশত ছয় রান- এর ক্ল্যাসিক উদাহরণ। তবে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছিল, সেটা ছিল পাকিস্তানের 'অ্যাংরি মেমে গাই', ক্যাচ ড্রপের পর পাক ভক্তের সেই বিরক্তি ভরা অভিব্যক্তি এখনও স্মরণীয় হয়ে রয়েছে। আর বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচে ফের ফিরল সেই মেমে।
কাকতালীয় হলেও ২০১৯ সালে অজিদের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচের পরেই বিখ্যাত হয়ে গিয়েছিলেন পাক সমর্থক মহম্মদ সারিম আখতার। আসলে ওই ম্যাচে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের মূল্যবান ক্যাচ মিস করেন থার্ড ম্যান পজিশনে ফিল্ডিং করা পাকিস্তানের আসিফ আলি। সেটা দেখে গ্যালারিতে থাকা পাকিস্তানি দর্শকরা হতাশায় ডুবে যান। তাঁদের সেই অভিব্যক্তি দেখানোর ফাঁকে ক্যামেরায় ধরা পড়েন গ্যালারিতে থাকা সারিম আখতারও। যিনি বেশ বিমর্ষ আর বিরক্তি নিয়ে কোমরে হাত দিয়ে কটমট করে চেয়েছিলেন মাঠের দিকে। সেই দর্শকের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। এর পর সারিম আখতার মেমের বিষয় হয়ে ওঠেন।
শুক্রবার ফের সেই স্মৃতি ফেরালেন উসামা মির। অজিদের বিরুদ্ধে ম্যাচেই ফের মিস হল ওয়ার্নারেরই ক্যাচ। পুরো একই ঘটনার পুনরাবৃত্তি যেন। এদিন অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে মিড অনে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ মিস করেন উসামা মির। বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ার্নারের রান তখন ১৩ বলে ১০, দলীয় রান ২২। এক্সট্রা বাউন্স বলে পুল করতে গিয়ে বল সোজা উপরে তুলে দিয়েছিলেন ওয়ার্নার। নিতান্তই সহজ ক্যাচ ছিল। যা মিস করেন উসামা মির। আর এই ক্যাচ মিসের খেসারত দিতে হয় পাকিস্তানকে। সেই সঙ্গে ফের ভাইরাল হয় সারিম আখতারের মেমে।
জীবন দান পেয়ে ওয়ার্নার বিধ্বংসী হয়ে ওঠেন। পাক বোলারদের তুলোধুনা করে ১৩তম ওভারেই দলের রান ১০০-তে পৌঁছে দেন। ওয়ার্নারকে যোগ্য সঙ্গত করেন মিচেল মার্শ। দুই অজি ওপেনারই সেঞ্চুরি হাঁকান।
শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠিয়েছিল পাকিস্তান। আর ওয়ার্নারের জীবন দানের পর ওপেনিং জুটিতে অজিরা করে ফেলে ২৫৯ রান। ৯টি ছক্কা এবং ১৪টি চার হাঁকিয়ে ১২৪ বলে ১৬৩ রান করেন ওয়ার্নার। ১০৮ বলে ১২১ রান করেন মিচেল মার্শ। সাড়ে তিনশোর গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করে ৩৬৭ রান। তবে দুই ওপেনার বাদে অস্ট্রেলিয়ার বাকিদের হাল তথৈবচ। তৃতীয় সর্বোচ্চ ২১ করেছেন মার্কাস স্টোইনিস। ১৩ রান করেছেন জোশ ইংলিশ। বাকিরা দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।
এদিন পাকিস্তান একাদশে একটিই পরিবর্তন করে। শাদাব খানকে বসিয়ে তারা দলে নেয় লেগ স্পিনার উসামা মিরকে। আর সেই মিরের ভুলের জেরে এখন কপাল চাপড়াচ্ছেন বাবর আজমরা।